বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

‘সাদাছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সভায়  জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, চিকিৎসা সহায়তা কেন্দ্রের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকসানা খাতুন, প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মতিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামিম আলী। উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সিরাজুম মুনির আফতাবীসহ সমাজ সেবা দপ্তরের বিভিন্নস্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
পরে, ১২ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ১টি করে সাদা ছড়ি দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১০-২০



from Chapainawabganjnews https://ift.tt/2SWmTGx

October 15, 2020 at 08:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top