চাঁপাইনবাবগঞ্জে বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জে বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে এই বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, ফজল-ই-খুদা, ইকবাল হোছাইন ও জাহিদুর রহমানসহ জেলা পুলিশের সকল ইউনিট প্রধান এবং বিট পুলিশিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় মাদক দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। বিট পুলিশিং সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশণা দিয়ে তিনি বলেন, জনগনের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে হবে।
এর আগে সকালে ডিআইজি আব্দুল বাতেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তার হাতে ফুলের তোড়া তুলে দেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১১-২০
from Chapainawabganjnews https://ift.tt/3n4lsCS
November 10, 2020 at 05:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন