ভোলাহাটে বাল্যবিয়ের দায়ে কারাগারে গেলেন বর-কনের পিতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীর গোপনে বাল্যবিয়ে দেয়ার ৬ দিন পর কারাগারে গেলেন বর-কনে’র পিতা ও বিয়ে পড়ানো মৌলভীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান।
ভোলাহাট থানার অফিসার ইনচার্য (ওসি) মাহবুবুর রহমান বলেন, গত ৬’নভেম্বর কলেমা পড়িয়ে রেজিষ্ট্রিহীন বিয়ে সংগঠিত হয়। বৃহস্পতিবার এ বিয়ের খবর পেয়ে ২০১৭ সালের বাল্য বিয়ে নিরোধ আইনের ৯ (বাল্য বিয়েতে সহায়তা) ও ১৭ ধারায় বর মুক্তারুল ইসলাম সবুজ (২২)’র পিতা  ও সদর ইউনিয়নের হোসেনভিটা গ্রামের আব্দুল মালেককে (৫০) এক বছর, কনের পিতা পার্শবর্তী আলালপুর গ্রামের আমজাদ আলীর ছেলে ঝিন্টুকে (৪৫) এক বছর এবং বিয়ে পড়ানো আলালপুর গ্রামের মসজিদের মোয়াজ্জেম ও সহিমুদ্দিনের ছেলে বারিউল ইসলামকে (৩৫) ৬ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১১-২০



from Chapainawabganjnews https://ift.tt/2GV56Nv

November 12, 2020 at 10:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top