বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উলপক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উলপক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুঃ জাবেদ ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ।
আলোচনা শেষে সফল আত্মকর্মী, ও সফল যুব সংগঠককে সম্মাননা প্রদান এবং আত্মকর্মসংস্থানের ৮ জন প্রশিক্ষিত যুবকের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/০১-১১-২০




from Chapainawabganjnews https://ift.tt/3oWh22S

November 01, 2020 at 06:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top