বুড়িচং প্রতিনিধি ● কুমিল্লায় এক প্রবাসীর স্ত্রী নগদ টাকা, স্বর্নালংকারসহ স্বামী সন্তান ফেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। এদিকে ঘটনার ৩ দিনেও কোন সন্ধান মিলেনি নিখোঁজ স্ত্রীর।
স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া গ্রামের মৃত হাজী আলী আকবরের পুত্র সিঙ্গাপুর প্রবাসী আনোয়ার হোসেনের সাথে একই জেলার সদর দক্ষিণ উপজেলার বলার ডেফা গ্রামের সিরাজুল ইসলামের কন্যা রুজিনা আক্তারের ২০০৬ সালে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়।
এরপর তাদের সংসারে জন্ম নেয় মারিয়া আক্তার (৮) নামের এক শিশু কন্যা। সংসারের আর্থিক সচ্ছলতার জন্য অনোয়ার বিয়ের পর সিংগাপুর চলে যায়। মাঝে সে দেশে আসা যাওয়া করে। এছাড়াও ২০১৫ সালে স্ত্রী রুজিনাকে সে তার কর্মস্থল সিংগাপুরে বেড়াতে নিয়ে যায়। সেখানে সে ৩ মাস অবস্থান করেছিল।
আনোয়ারের পারিবারিক সুত্র জানায়, চলতি নভেম্বর মাসের ৬ তারিখ সে প্রবাস থেকে ছুটি নিয়ে দেশে আসে। বিদেশে থাকা কালীন আনোয়ার তার আয়ের পুরো টাকা,স্বর্নালংকারই স্ত্রী রুজিনার নামে পাঠায়। এদিকে দেশে আসার পর স্ত্রীর কাছ থেকে পাঠানো টাকার হিসেব চাওয়ার পর থেকেই গড়িমসি করতে থাকে।
পরবর্তীতে গত ১৮ নভেম্বর আনোয়ার তার বোনের বাসায় বেড়াতে গেলে এসে দেখে স্ত্রী রুজিনা নেই। বাসায় থাকা কন্যা মারিয়াও মায়ের কোন সন্ধান জানাতে ব্যর্থ হয়। তবে বাবা আনোয়ারকে বলে আম্মু নানুর বাড়ি যাবে বলেছে তাকে।
এদিকে স্ত্রী’র নিখোঁজের পর তাকে বিভিন্নস্থানে খোজাখুঁজি করেও না পেয়ে শশুর বাড়িতে খোজঁ করতে গেলে সেখান থেকে তারা রুজিনার কোন তথ্য দেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের একটি সুত্র জানায়, রুজিনাকে তার বাবার বাড়ি বলের ডেফা গ্রামে দেখা গেছে।
পরে আনোয়ার উপায়ন্তর না দেখে ২০ নভেম্বর রোববার বুড়িচং থানায় স্ত্রী রুজিনার নিখোঁজের বিরুদ্ধে একটি সাধারন ডায়রী করে।
এতে তিনি উল্লেখ করেন স্ত্রী রোজিনা বাড়ি থেকে তার পাঠানো নগদ প্রায় ১০ লক্ষ টাকা, ৮ ভরি স্বর্নালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল ছাড়াও তার পাসপোর্টটি সাথে করে নিয়ে গেছে।
The post কুমিল্লায় প্রবাসীর টাকা, স্বর্নালংকার নিয়ে স্ত্রী উধাঁও appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2eYyFyG
November 21, 2016 at 09:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন