বাংলাদেশ-ভারত বিমান চলাচল সম্প্রসারণের উদ্যোগ

1ডেস্ক রিপোর্ট :: শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য ও পর্যটক মিলে প্রতি বছর প্রায় ১০ লাখেরও বেশি বাংলাদেশি ভারতে যাতায়াত করেন। এ যাতায়াত আরো সহজ, স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করতে ভারত-বাংলাদেশের মাঝে বিমান যোগাযোগ আরো সম্প্রসারিত হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে বিচ্ছিন্নভাবে এ সমস্যা সমাধানে নানামুখী উদ্যোগ নেয়া হলেও কার্যকর কোনো ফল আসেনি।

এদিকে আজ (সোমবার) বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজের বিনির্মাণ ও বিকাশ বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ করা হয়।

হাইকমিশনার বলেন, লন্ডনগামী শিলংয়ের যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়া সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটন নগরীতে যেতে পারবেন। পরে মন্ত্রী এ ব্যাপারে উদ্যোগের আশ্বাস দেন।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক ও মন্ত্রীর একান্ত সচিব এ টি এম নাসির মিয়া উপস্থিত ছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2eYxteD

November 21, 2016 at 09:05PM
21 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top