পতেঙ্গা থানার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন

 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্ম দিন উপলক্ষ্যে পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রোবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে কেক কেটে মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে উদ্যাপন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ তোফাজ্জল হোসেন।
সভায় প্রধান অতিথি তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, দেশ ও গণতন্ত্র আজ বিপন্ন, দেশের মানুষ আজ নিরাপদ নয়। এদেশের মানুষকে নিরাপদ রাখতে হলে অচিরেই আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। আর এই জন্য প্রয়োজন জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে বিদায় করা।
পতেঙ্গা থানার স্বেচ্ছাসেবক দলে সিনিয়র সহ-সভাপতি মালেক ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নেওয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এস.এম. সেলিম, সহ-সভাপতি আব্দুর রহমান, আকবর শাহ্ থানার আহ্বায়ক মাস্টার শফিকুল ইসলাম, ডবলমুরিং থানার সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিঠু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের পতেঙ্গা থানার যুগ্ম সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াছ, ৪০নং ওয়ার্ডের সভাপতি নাসিরুল আলম মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম মুন্না, ৪১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন, মোঃ হারুন, মোঃ জসিম প্রমুখ।



from আমাদের চট্টগ্রাম – NewsChittagong24.Com http://ift.tt/2g8f12T

November 20, 2016 at 07:55PM
20 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top