সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে না আসলে ওই স্থান খারাপদের দখলে চলে যাবে। তারা রাজনীতিতে না আসলে দেশের ক্ষতি হবে। এ সময় মন্ত্রী নোবিপ্রবি উপাচার্যের উদাহরণ টেনে বলেন, ছাত্র রাজনীতি করে এবং একই সাথে ভাল ফলাফল করে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়া সম্ভব তার প্রমাণ এ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম অহিদুজ্জামান।
রবিবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক স্পীকার আব্দুল মালেক উকিল হল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-২০১৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আয়েশা আলী, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরিফ, নোবিপ্রবি উপউপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মেহেদি মাহমুদুল হাসান, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আনম অধ্যক্ষ খারুল আনম সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সহেল প্রমুখ।
from আমাদের চট্টগ্রাম – NewsChittagong24.Com http://ift.tt/2fRm9Oi
November 20, 2016 at 08:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন