মুরাদনগর প্রতিনিধি ● মুরাদনগর উপজেলার সোনাপুর গ্রামে সালিশী-বিচার করতে এসে কনে পক্ষ ও বর পক্ষের দুই গ্রুপের লোকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের মোট ১৪জন আহত হয়। শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনাপুর গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ ইউপি সদস্য গিয়াস উদ্দিনের হেয়ালীপনার জন্য এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
আহতরা হলেন,সদর ইউপির সোনাপুর গ্রামের মৃত মালু মিয়ার ছেলে মো: হানিফ (৫০), শফিক মিয়া (৩২),হানিফ মিয়ার ছেলে পারভেজ (২৭) শরীফ (৩০), শফিক (৩২), লাল মিয়ার ছেলে হবি মিয়া (৪৮)।
সাতমোড়া গ্রামের নুরুজ্জামান (২৫), লিয়াকত আলী (২৬), ইব্রাহীম(২০), খোকন মিয়া, স্বপন মিয়া,আ: মতিন, সুমন,রুবেল ও গৃহবধূ জেসমিন আক্তার।
শনিবার রাতে আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ৫বছর পূর্বে জাহাপুর ইউপির সাতমোড়া গ্রামের ছন্দু মিয়ার মেয়ে জেসমিন আক্তার(২৫)’র সাথে সদর ইউপির সোনাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে পারভেজ এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। গত ২০শে নভেম্বর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারভেজ তার স্ত্রী জেসমিনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পারভেজ তার স্ত্রীকে মৌখিক ভাবে তালাক দেন। তালাকের বিষয়টি শুনে ছন্দু মিয়া মেয়ের স্বামীর বাড়ীর লোকজনদের সাথে যোগাযোগ করলে তারা সোনাপুর এসে সালিশ করে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বলেন। এর প্রেক্ষিতে ছন্দু মিয়া তার গ্রামের ১০/১২ জন সালিশের জন্য শনিবার বিকেলে সোনাপুর গ্রামে আসেন এবং সেখানকার ইউপি সদস্য গিয়াস উদ্দিনের উপস্থিতিতে তাহার বাড়ীতে সালিশে বসলেও এক পর্যায়ে উভয় পক্ষই ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৪জন লোক আহত হয়। এবং মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম ও সাবেক মেম্বার আবুল হাসেমকে লাঞ্চিতের ঘটনা ঘটে।
এব্যাপারে জানতে চাইলে হানিফ মিয়া তার পুত্রবধূকে তালাকের বিষয়টি স্বীকার করে বলেন উভয় পক্ষেই মারামারি হয়েছে আমি আমার দুই ছেলেসহ আমাদের ৫জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছি।
ছন্দু মিয়া বলেন, আমরা মেয়ের বিচারের জন্য গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা হামলার স্বীকার হয়েছি।
এব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা কোন অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
The post মুরাদনগরে সালিসে এসে দুই গ্রুপের সংঘর্ষ আহত ১৪ appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2gjZjis
November 27, 2016 at 02:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন