মুম্বাই, ২৬ নভেম্বর- আলোচনা, সমালোচনা ও জনপ্রিয়তায় এক সময় দর্শকের মুখে মুখে ছিলো বিদ্যা বালানের নাম। বিশেষ করে ঘনিষ্ঠ দৃশ্য ও খোলামেলা হয়ে অভিনয় করার কারণে। মূলত দ্য ডার্টি পিকচার ছবিতে বিদ্যার ব্যাপক খোলামেলা হয়ে সর্বাধিক আলোচনার মুখোমুখি হন। তার ছোট পোশাকে পর্দায় আসার বিষয়টি নিয়ে বিতর্কও হয়েছে বেশ। কিন্তু তাতে কান দেননি বিদ্যা। নিজের মতো করেই কাজ করে গেছেন। মূলত এ ছবির পর তার চাহিদাও বেড়ে যায় দ্বিগুণ। আবেদনময়ী বিদ্যাকে নিজেদের ছবিতে নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন পরিচালকেরা। কিন্তু হঠাৎ করেই বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। যার ফলে পরে আর আবেদনময়ী বিদ্যাকে আবিষ্কার করা যায়নি কোনো ছবিতে। তবে সম্প্রতি দ্য ডার্টি পিকচার নিয়ে কথা উঠতেই বিদ্যা বলেন, অনেকেই ভাবেন যে আমি বিয়ে করে একদম ঠাণ্ডা হয়ে গেছি। তাই ছবিগুলোতেও সাধারণভাবে উপস্থাপিত হচ্ছি। কিন্তু তা নয়। আসলে ছবির উপস্থাপন নির্ভর করে গল্প ও চরিত্রের উপর। সেরকম ছবি হলে এখনও খোলামেলা হতে আপত্তি নেই আমার। চরিত্রের জন্য সবই করতে পারি আমি। দ্য ডার্টি পিকচার ছিল তার প্রমাণ। আর/১৭:১৪/২৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2g0a63x
November 26, 2016 at 06:08AM
26 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top