টরন্টো, ২৮ নভেম্বর- হীরক খণ্ডে আলো না ফেললে এর বহুমাত্রিক ও বহুরঙের জ্যোতির্ময় রশ্মির প্রকাশ হয় না। নিজের বোধ-ভালোবাসাপূর্ণ ভেতরের আলো থাকলে অন্যের জ্যোতির্ময় আলোর কণা অনুধাবন করা যায়। নিজেও আরও আরও আলোকিত হওয়া যায়। পিনু সাত্তার তাঁর গানের পরিবেশনার ফাঁকে ফাঁকে সেই আলোকিত রশ্মির প্রতি তাঁর মুগ্ধতা ও বাঙালি হিসেবে গৌরবের আত্মোপলব্ধি প্রকাশ করলেন অকপটে। আমরাও তাঁর উপলব্ধি সঞ্জাত কথায় মুগ্ধ হয়ে নিজেরাও গৌরববোধ করলাম। টরন্টোর স্থানীয় মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে গতকাল রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত পিনুর চিরকালের গানের অনুষ্ঠানে এই অভিজ্ঞতা অর্জন করলেন দর্শক-শ্রোতা সকলেই। বাংলা গানের স্তম্ভ মূল গীতিকারদের বিভিন্ন মেজাজের গান দিয়ে সাজানো এই অনুষ্ঠানে পিনু আবারও প্রমাণ করলেন তিনি একজন পরিপূর্ণ শিল্পী। যাঁর কণ্ঠের মোহন জাদুতে সুরেলা মিষ্টির প্রকাশ ঘটে সকল প্রকার বাংলা গানের। মোহাইমিন আজিম, মোহাম্মাদ মাহবুবুল হক ও সজীব চৌধুরী যন্ত্রসঙ্গীতে থেকে পিনুর গানের প্রকাশকে পূর্ণ রূপ দিতে সহায়তা করেছেন। এই অনবদ্য সন্ধ্যাটি এবার আয়োজন করেছেন শিল্পী নাহিদ কবির। টরন্টো শহরের শিল্পসাহিত্যের বিভিন্ন অঙ্গনের মানুষের বিপুল উপস্থিতিতে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হলেও পিনপতন নীরবতায় সুরের মূর্ছনায় আচ্ছন্ন হয়ে সকলেই গান উপভোগ করেছেন। চিরকালের গানের বিভিন্ন গীতিকবি সম্পর্কে ধারা বর্ণনা ও সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাশেদা মুনীর। খবর বিজ্ঞপ্তির। আর/১০:১৪/২৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2goMCDc
November 29, 2016 at 05:49AM
28 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top