ঢাকা, ২৬ নভেম্বর- ফোক সম্রাজ্ঞী মমতাজের গাওয়া লোকাল বাস গানটির দর্শক সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে গানটি গানচিলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখা হয়েছে ৪০ লাখ বিশ হাজারেরও বেশিবার। গেল ২ সেপ্টেম্বর গানটি ইউটিউবে প্রকাশ পায়। এরপর থেকেই গানটি সবার দৃষ্টি আকর্ষণ করে। দুই মাস ধরে গানের ভুবনে সবচেয় আলোচিত গান এটিই। গানটি নির্মাণের সময় শিল্পী মমতাজ বলেছিলেন, লোকাল বাস দারুণ কিছু উপহার দেবে দর্শকদের। অবশেষে সেটিই হলো। বলা চলে গেল কুরবাবি ঈদের সেরা বিনোদন ছিল এই গানটি। সেই সময়ে মাঠ-ঘাট পথে প্রান্তরে এমনকি বাড়ি ফেরা মানুষের মোবাইলে বাস-ট্রেনেও শুনতে পাওয়া গেছে লোকাস বাস। এখনো বাজছে সর্বত্র। বিভিন্ন অনুষ্ঠান-কনসার্টেও গানটি শিল্পীদের গাইতে দেখা গেছে। লোকাল বাস গানের কথা লিখেছেন গোলাম রাব্বানী ও লুৎফর হাসান। সুর করেছেন প্রীতম হাসান ও লুৎফর হাসান। এর সংগীতায়োজনে প্রীতম হাসান। গানে র্যাুপ করেছেন শাফায়েত। তাকেও দেখা গেছে ভিডিওতে। মমতাজের গাওয়া এই গান দিয়ে প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন লাক্স তারকা টয়া। তার সঙ্গী ছিলেন সৌমিক আহমেদ। লোকাল বাস গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশু। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। লোকাল বাস প্রকাশের পর থেকে সব শ্রেণির দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায় গানটি এবং মিউজিক ভিডিওটি। মিউজিক ভিডিওতে দেখা গেছে, একটি শুটিং সেটে এক দম্পতি ঢুকে পড়ে। তারা হলেন টয়া ও সৌমিক। দুজনই ঝগড়া করছেন। সৌমিকের চোখে টয়ার কোনো গুণ নেই। একথা শুনে টয়া জোর করে লোকাল বাসে উঠে বিভিন্ন ভঙ্গিতে নাচতে শুরু করেন। দেখুন গানটির ভিডিও : আর/১০:১৪/২৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gs5MXM
November 27, 2016 at 04:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top