মুম্বাই, ২৬ নভেম্বর- বলিউডের পথচলাটা একদমই মসৃণ ছিল না হালের ক্রেজ বলিউড তারকা সানি লিওনের। কিন্তু নিজ যোগ্যতায় সবাইকে মুগ্ধ করে একটু একটু করে চলার পথ সাফল্যমণ্ডিত করে তুলেছেন সানি। একের পর এক সাফল্যের পালক যোগ করছেন নিজের মুকুটে। সম্প্রতি সানি তার ভক্তদের জন্য নিয়ে আসছেন স্মার্টফোন অ্যাপস। এখন থেকে বড় পর্দার পাশাপাশি যেকোনো মুহূর্তেই সানিকে পাওয়া যাবে স্মার্টফোনের অ্যাপসের পর্দায়। তবে স্মার্টফোনের অ্যাপস নিয়ে সানি এবারই প্রথম নন। এর আগে ২০১৪ সালে একবার নিজ নামে অ্যাপস নিয়ে এসেছিলেন। সাড়াও পেয়েছিলেন বেশ। মাত্র এক সপ্তাহে আপ্লিকেশনটি ডাউনলোড হয়েছিলো প্রায় ৩ লাখ বার! পরবর্তীতে প্রযুক্তিগত ত্রুটির ফলে বন্ধ করে দেয়া হয় সে অ্যাপসটি। তবে নতুন এই অ্যাপসে কী কী থাকছে তা এখনই নিশ্চিত করেননি সানি। আশা করা যাচ্ছে এই সুপারস্টারের লাইফস্টাইল এবং নিত্যনতুন মিউজিক ভিডিওসহ আরো অনেক কিছুরই তথ্য মিলবে এই অ্যাপসেই। আর/১০:১৪/২৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fz4auI
November 27, 2016 at 04:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top