৩০ শে নভেম্বর মহাসমাবেশ

মহাসমাবেশ

”শিল্পে বাঁচি শিল্প বাঁচাই” এই স্লোগান নিয়ে ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (FTPO) আগামী ৩০ শে নভেন্বর ২০১৬ মহাসমাবেশের ডাক দিয়েছেন। টেলিভিশনের শিল্পী ও কলাকুশলীদের দাবি পূরণই হচ্ছে এই মহাসমাবেশের মূল লক্ষ্য।

 

এফটিপিও এই মহাসমাবেশে ৫ দফা দাবি পেশ করবে। দাবি গুলো হচ্ছে:

১. দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশি সিরিয়াল/অনুষ্ঠান বন্ধ করা ।

২. টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট/এজেন্সির হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া।

৩. দেশের টেলিভিশন শিল্পে বিদেশী শিল্পী ও কলাকুশলীদের অবৈধ কাজ বন্ধ করা। বিশেষ প্রয়োজনে কাজ করতে হলে সরকারের অনুমতি এবং সংশ্লিষ্ট সংগঠনের নিবিন্ধিত করা। অনুষ্ঠান নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জামাদি আনার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরন করা।

৪. টেলিভিশন শিল্পের এআইটি-র নূন্যতম ও যৌক্তিক হার পুন:নিধারণ করা।

৫. ডাউনলিঙ্ক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ করা।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gicfG5

November 22, 2016 at 09:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top