কুমিল্লায় ৫৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় মাদকসহ ৫৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১০) সদস্যরা। মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান বিজিবি এমএস এর নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৬৪৫টি শাড়ি ও ৩৬ কেজি চা-পাতা জব্দ করা হয়।

এছাড়াও পৃথক অভিযানে ৩৪ বোতল ভারতীয় হুইস্কি, ১৪ বোতল বিয়ার, ৩৬ হাজার ১৪০ পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১৫০ কেজি পোস্তদানা, ২৪ প্যাকেট চকলেট, ২শ’ প্যাকেট বিস্কুট, ৯৬ বোতল আমুল কুল, ৩৮ লিটার মবিল, ১ হাজার ৯৫৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এ সময় এসব কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।

আটক মাদকদ্রব্য ও অন্যান্য পণ্যের আনুমানিক মূল্য ৫৫ হাজার ৩৭ হাজার ৪৬০ টাকা। আটক মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও অন্যান্য পণ্য কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

১০ বিজিবি’র পরিচালক মো. মেহেদী হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

The post কুমিল্লায় ৫৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2gGIvq9

November 22, 2016 at 10:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top