বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম, বগুড়া মো: ফিরোজ কামাল ফারুক) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের শিমলা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে হারুন-অর-রশিদ (২২) রংপুর জেলার পীরগঞ্জের এক তরুনীর সাথে মোবাইল ফোনে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই প্রেম ভালোবাসা দিনে দিনে আরো গভীরে পৌঁছে যায়। এমতাবস্থায় গত শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে ওই তরুনী প্রেমিকের বাড়ির সামনে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে। কিন্তু নিষ্ঠুর প্রেমিক তাকে মেনে নিতে অপারগতা প্রকাশ করে। এতে সে হতভম্ভ হয়ে যায়। এঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন চলছিল। এবিষয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী জানান, ছেলের বাড়িতে মেয়ে অবস্থান করছে। তবে মেয়েটিকে নিতে তার মা-বাবাও এসেছে।
from বগুড়া সংবাদ http://ift.tt/2fobgqx
November 27, 2016 at 08:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.