স্টাফ রিপোর্টার :: সিলেটের তারাপুর চা বাগানের ভূমি জালিয়াতী ও প্রতারণা মামলার পলাতক আসামী কথিত ‘দানবীর’ রাগীব আলীকে ভারতের করিমগঞ্জ থেকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে সে দেশের ইমিগ্রেশন পুলিশ। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, রাগীব আলী যখন দেশ থেকে পালিয়েছিলেন তখন তার ভিসার মেয়াদ মাত্র বিশ-বাইশ দিনের মতো ছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাকে সে দেশের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এদিকে, রাগীব আলী দেশে ফিরছেন এমন গুঞ্জন সকাল থেকে জকিগঞ্জ সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানকার সংবাদকর্মীরা তাই সকাল থেকেই কাস্টমস এলাকায় ভীড় করেন। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ায় তার দেশে ফেরা হলোনা। ভারতের পুলিশের হাতে ধরা পড়ে সেখানেই থাকতে হলো। উল্লেখ্য, গত ১০ আগস্ট আলোচিত মামলা দুটির গ্রেফতারী পরোয়ানা জারির পরই রাগীব আলী তার পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান। গত ১২ নভেম্বর ভারত থেকে দেশে ফেরত আসার সময় মামলার আরেক আসামী রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে আটক করে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ। ওইদিন দুপুরে আটকের পর তাকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা। বর্তমানে সে কারাগারে রয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fJzSGv
November 24, 2016 at 11:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন