স্টাফ রিপোর্টার :: সিলেটে তারাপুর চা-বাগানের হাজার কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি দখল ও ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির দুটি মামলায় আলোচিত শিল্পপতি রাগীব আলীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় বিয়ানীবাজারের সুতারকান্দি স্থলবন্দরে হস্তান্তর প্রক্রিয়া শেষে সরাসরি বিকেল পৌনে ৫টায় তাকে আদালতে নিয়ে আসে পুলিশ। সাড়ে ৫টায় রাগীব আলীকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কড়া নিরাপত্তায় সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের করিমগঞ্জ থেকে রাগীব আলীকে আটক করে সে দেশের ইমিগ্রেশন পুলিশ। তার ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাকে আটক করা হয়। পরে বিকেল ৩টার দিকে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্ত দিয়ে রাগীব আলীকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, রাগীব আলীকে বিকেলে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তরের পর তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে ওই মামলাগুলোয় গ্রেফতার দেখানো হয়। এরপর বিকেলে তাকে সিলেটের বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fJu1kw
November 24, 2016 at 11:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন