ঢাকা, ২৮ নভেম্বর- তরুণদের মাঝে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের শুদ্ধ চর্চার লক্ষ্যে বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর ৩য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েল ফুডের সহযোগিতায় চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৬ পাওয়ার্ড বাই সিম্ফনী। দেশের শীর্ষ স্থানীয় ২৭টি ব্যান্ডদল দিনব্যাপী এই উৎসবে অংশ নেবে। ওয়েল ফুডের সহযোগিতায়-চ্যানেল আই ব্যান্ড ফেস্ট পাওয়ার্ড বাই সিম্ফনীর ৩য় আসরের জানান দিতে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। তারুণ্যকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে বহির্বিশ্বে তুলে ধরার আশা আয়োজকদের। ইমপ্রেস টেলিফিল্ম লিঃ ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, যারা তরুণ তারা আমাদেরকে উপহার দিয়েছে একেবারেই সঙ্গীতের নতুন ধারা, সেটা ব্যান্ড সঙ্গীত। বাংলাদেশের সবাই মনে করেন যে এই ব্যান্ড ফেস্টটা আরেকটু বড় হোক। আগামী বছর আমরা আমাদের টিমকে অনুরোধ করবো তারা আরেকটু বড় করে এই উৎসবটা করতে পারে কিনা সেই চেষ্টা করতে। ব্যান্ড ফেস্টের উদ্যোক্তা আইয়ুব বাচ্চু বলেন, আমার স্বপ্ন কিন্তু আমার চেয়ে বড়। সেই স্বপ্ন ওরা এবার বাস্তবায়ন করবে। সেই বাস্তবায়ন দেখে আগামী প্রজন্ম আরও এগিয়ে আসবে। পরে দেখা যাবে, এটা আরও বড় হবে। নেক্সট ইয়ার আমরা প্ল্যান করছি (ব্যান্ড ফেস্ট ) সকাল সাড়ে নয়টায় শুরু হবে ভোর ৫টায় শেষ হবে এবং নেক্সট ইয়ার একটা খোলা জায়গায় চলে যাবো, খোলা ময়দানে। ব্যান্ডদলগুলোকে প্রেরণা যোগাতে সংবাদ সম্মেলনে ছিলো ব্যান্ড লেজেন্ডদের উপস্থিতি। দেশসেরা ২৭টি ব্যান্ড অংশ নিচ্ছে এবারের উৎসবে। বাংলাদেশ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ওমর খালিদ রুমি বলেন, এই প্ল্যাটফর্ম ছাড়া কখনোই কিন্তু আমরা একসঙ্গে এগুতে পারবো না। অবসকিওর ব্যান্ডের ভোকালিস্ট সাঈদ হাসান টিপু বলেন, এবার ব্যান্ড হয়েছে ২৭টা। একটা সময় আসবে যখন আমরা তিনদিন ধরে বড় পরিসরে পারফর্ম করবো ১০০টা ব্যান্ড নিয়ে। উৎসবকে সার্থক করতে চ্যানেল আইয়ের সঙ্গে ব্যান্ড ফেস্টের অন্যতম অংশী ওয়েল ফুড এবং সিম্ফনী। ওয়েল ফুডের সিইও নূরুল ইসলাম বলেন, ওয়েল ফুড তরুণদের সাথে আছে। তরুণদের সাথে থাকবে। আর ওয়েল ফুড লাল সবুজের পতাকার সাথে আছে। এডিসন গ্রুপের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, ওয়েল ফুড বলছিলো যে নেক্সট ইয়ার আরও বড় করার জন্য। আমরা সাপোর্ট দিবো তাদেরকে। নেক্সট এটাকে আমরা ন্যাশনাল ব্যান্ড ফেস্ট করতে পারি কিনা সে চেষ্টা করবো। আমরা সাড়া দেশে এটা ছড়িয়ে দিতে চাই। সেখানে সিম্ফনী থাকবে। ১ ডিসেম্বর বিজয়ের মাসের প্রথম দিন সকাল ১১টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গণে ওয়েল ফুডের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৬, পাওয়ার্ড বাই সিম্ফনী। পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইয়ের পর্দায়। চ্যানেল আই অনলাইনের ফেসবুকেও থাকবে সরাসরি সম্প্রচার। আর/১০:১৪/২৮ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ftzrnp
November 29, 2016 at 06:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন