শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সময়ে জালিয়াতির দায়ে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এছাড়াও আর ৫ ভর্তিচ্ছুকে শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
জালালঅবাদ থানার ওসি আখতার হোসেন ঢাকাটাইমস টোয়ের্টিফোর ডটকমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে এদের একজনকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অপরজনকে কুমারগাও বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে।
আটককৃত আল আমিন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী। আর আটককৃত ইশরাত ইমতিয়াজ হৃদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
কোতয়ালি মডেল থানার সিনিযর সহকারী পুলিশ কমিশনার নুরুল হুদা আশরাফি বলেন “এদের একটি বড় চক্র রয়েছে। এরা বগুড়ার ‘গুগল’ নামের একটি ভর্তি কোচিং সেন্টারের আড়ালে অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে আসছিল।”
আটকের সময় তাদের কাছ থেকে অত্যন্ত ১৩ টি ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করে পুলিশ। যা দিয়ে এসএমএসের মাধ্যমে পরীক্ষার হলে শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করা হত।
এদের মূল হোতা ‘গুগল’ কোচিং সেন্টারের সহকারী পরিচালক আবির ওরফে তুহিন ওরফে জিহান। তারা ৫-৬ লাখ টাকার চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে আসছিল। অনেকক্ষেত্রে তারা সফলও হয়েছিল বলে জানান নুরুল হুদা আশরাফি।
আটক আল আমিন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়ের নিয়ন্ত্র্রিত শাহপরান হলের ২১০ নম্বর কক্ষের বাসিন্দা ও ছাত্রলীগের সক্রিয় কর্মী।
এসবের পেছনে কোন রাজনৈতিক হাত আছে কি-না জানতে চাইলে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, সেটা আমাদের জানা নেই।তবে খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fzfUNL
November 26, 2016 at 11:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন