লাকসামের দুই বিএনপি নেতার হদিস নেই তিন বছরেও

আমান উল্যাহ আমান ● লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির পারভেজ অপহরনের তিন বছর পার হলেও স্বজনরা এখনও তাদের সন্ধান পায়নি।

২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে সাইফুল ইসলাম হিরুর মালিকানাধীন বাংলাদেশ ফ্লাওয়ার মিল থেকে কুমিল্লা র‌্যাব-১১ এর একটি টিম ব্যাংক কর্মকর্তাসহ বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করে লাকসাম থানায় হস্তান্তর করে।

সে সময় বিভিন্ন গণমাধ্যমে এসেছিল, র‍্যাব পরিচয়ে একই দিন রাতে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর নামকস্থান থেকে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজকে অপহরন করা হয়।

ওই ঘটনায় অপহৃতদের পরিবারের পক্ষে পরদিন লাকসাম থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। পরে গত বছরের ১৮ মে হুমায়ুন কবির পারভেজের বাবা রঙ্গুমিয়া নারায়নগঞ্জ র‌্যাব-১১ এর সিও তারেক সাঈদ, কুমিল্লা র‌্যাবের উপ-অধিনায়ক শাহেদ রাজী, ডিএডি শাহাজান আলীসহ ৫ র‌্যাব সদস্যের বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে মামলা দায়ের করেন।

পুত্র শোকে মামলার বাদী রঙ্গুমিয়া কিছুদিন পরে মারা যান। পরে ওই মামলার বাদী নিযুক্ত হন অপহৃত হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুক। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ওই মামলায় র‌্যাব সদস্যদের অব্যহতি দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে মামলার বাদী তা নারাজী দেন।

মামলার বাদী গোলাম ফারুক বলেন পুলিশ মূল আসামীদের বাদ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আমি ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে অনাস্থা আবেদন জমা দিয়েছি। বর্তমানে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে আছে। তিনি আরও বলেন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে বিচার বিভাগীয় তদন্ত হলে ওই অপহরন ঘটনার মূল রহস্য বের হয়ে আসবে।

অপহৃতদের দুই পরিবার দাবী করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই দুই নেতাকে আটক করে নিয়ে যাওয়ার পর এখনও তাদের কোন হদিস মিলছেনা এবং দীর্ঘ ৩ বছরে তাদের ভাগ্যে কি ঘটেছে তারও কোন সন্ধান দিতে পারেনি কোন সংস্থা। অপহৃতদের জন্য সারা জীবনের অলিখিত এক অজানা অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে স্বজনদের।

এদিকে বিগত বছরের ন্যায় ২৭ নভেম্বর লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন তাদের প্রিয় দুই নেতার সন্ধান কামনায় মিলাদ-মাহফিল, আলোচনা সভার ও প্রচার পত্র বিলির আয়োজন করেছে।

The post লাকসামের দুই বিএনপি নেতার হদিস নেই তিন বছরেও appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2fQePSH

November 26, 2016 at 11:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top