গণহিস্ট্রেরিয়া রোগে আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ২০ ছাত্রী হাসপাতালে ভর্তি রয়েছে।
আজ সোমবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিদ্যালয় চলাকলে এ ঘটনা ঘটে। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুলের শিক্ষিকা জেসমিন বেগম জানান, প্রথমে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তারের মাথা ঘুরিয়ে ও বমি বমি ভাব অনুভাব করে আহত হয়ে পরে। এর পরে আস্তে আস্তে ওই বিদ্যালয়ের ২০ ছাত্রী আহত হয়। এদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্য চিকিসৎসক মো. মেহেদী হাসান জানান, ২০ ছাত্রী গণহিস্ট্রেরিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের অবস্থার মোটামোটি ভাল।
ছাত্রীরা হলেন, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী, খাদিজা আক্তার, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার, ইনতান আক্তার, সানজিদা আক্তার, সুমি আক্তার, লিসা আক্তার, সাবিনা আক্তার, সুখি আক্তার, সপ্তম শ্রেণীর ছাত্রী লিমা আক্তার, মুনা আক্তার, নবম শ্রেণীর ছাত্রী ফরিদা আক্তার, মহুয়া আক্তার, সুমি আক্তার, তন্নি আক্তার, শামীমা আক্তার, ইতি, শামীমা আক্তার, ও সুলতানা আক্তার।
The post গণহিস্ট্রেরিয়া রোগে আক্রান্ত ঝালকাঠির ২০ স্কুলছাত্রী appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
from Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7 http://ift.tt/2fhnEnl
November 21, 2016 at 08:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন