পবিপ্রবির ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর: প্রতি আসনে ১৯ জন

patuakhali-science-and-technology-university-pstu পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)২০১৬-১৭ শিক্ষাবর্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভর্তি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনের বিপরীতে ১৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে। এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.pstu.ac.bd) থেকে জানা যাবে।

তিনি বলেন, চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ৬১৭টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে (কৃষি, অ্যানিমের সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, মৎস্য বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স) প্রতি আসনের বিপরীতে ১২ জন, ‘বি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ) ২৪ জন এবং ‘সি’ ইউনিটে (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ) ৬৪ জন পরীক্ষার্থী রয়েছেন।

The post পবিপ্রবির ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর: প্রতি আসনে ১৯ জন appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.



from Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7 http://ift.tt/2guNVn4

November 21, 2016 at 08:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top