সদর দক্ষিণের সীমান্ত এলাকায় চলছে রমরমা মাদক ব্যবসা

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সদর দক্ষিণের সীমান্তবর্তী রাজেশপুর-লালবাগ এলাকায় প্রকাশ্য দিবালোকে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে সীমান্তবর্তী পূর্বাঞ্চলের মাদক সম্রাট নজির মিয়া ওরফে আঙ্গুল কাটা নজির নেতৃত্বাধীন ১৪/১৫ জনের একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট।

পুলিশের সাথে সখ্যতা থাকায় ওই মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে এলাকার সাধারণ লোকজন ভয়ে বাধা দেওয়ার সাহস পাচ্ছে না। মাদকের ভয়ানক থাবায় ধ্বংসের মুখে পড়েছে যুব সমাজ। মাদক ব্যবসায়ীদের নিকট জিম্মি এলাকাবাসীর প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী রাজেশপুর-লালবাগ গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে নজির মিয়া ওরফে আঙ্গুল কাটা নজিরের নেতৃত্বে একটি বিরাট মাদক ব্যবসায়ী সিন্ডিকেট প্রায় এক দশক ধরে এলাকায় কখনো প্রকাশ্যে আবার কখনো প্রশাসনকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

স্থানীয়রা বিভিন্ন সময়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেও মাদক ব্যবসায়ী চক্রটি স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে বিরামহীন ভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, এ সিন্ডিকেটের অনান্য সদস্যরা হচ্ছেন মালেক, জামাল, বিল্লাল, আমান, আব্দুর রহমান রকা, রাসেল মিয়া, কামরুল মিয়া, হাসান, খোরশেদ, রুবেল, হাশেম, কাশেম ও আনোয়ার সহ আরো বহিরাগত কিছু লোক।

দীর্ঘ প্রায় দশ বছর যাবত ইয়াবা, ফেনসিডিল, গাজা সহ বিভিন্ন মাদক দ্রব্য ব্যবসা চালিয়ে আসছে। মাদক ব্যবসায়ী চক্রটি প্রভাবশালী ও সন্ত্রাস প্রকৃতির হওয়ায় ভয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। মাদক ব্যবসায়ী চক্রটি ক্ষমতাশীন দলের কিছু অসাধু লোকদের ম্যানেজ করেই  সীমান্তবর্তী পূর্বাঞ্চল এলাকায় মাদকের শক্তিশালী স্পট গড়ে তুলেছে বলে জানায় স্থানীয়রা।

পুলিশের হাতে আটক ও গ্রেফতার থেকে রক্ষা পেতে মাদক ব্যবসায়ীরা একেক সময়ে একেক কৌশল অবলম্বল করছে। মাদক ব্যবসা চক্রটি প্রশাসনের লোকজন থেকে রক্ষা পেতে প্রতিদিন লালবাগ রাস্তা মাথায়, লালবাগ বাজার ও রাজেশপুর ইকোপার্ক সড়কে একজন করে রাত-দিনে মোট ছয় জন ইনফরমার রয়েছে।

ইনফরমারা প্রতিনিয়ত প্রশাসনের লোকদের ব্যাপারে মাদক ব্যবসায়ীদের তথ্যের মাধ্যমে অপরাধীরা ধরাছোয়ার বাইরে থেকে মাদক সহ বিভিন্ন অপরাদ সংঘঠিত করছে। মাদক ব্যবসায়ী চক্রটি থেকে পরিত্রান পেতে কুমিল্লা জেলা পুলিশ সুপার, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে জোড়কানন পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান হারিছ মিয়া বলেন, এলাকায় কিছু মাদক সেবী ও ব্যবসায়ী রয়েছে। আমি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করার পর মাদকের বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ইতি মধ্যে ইউনিয়ন পরিষদ, রাজেশপুর ইকোপার্কে বিভিন্ন এলাকার লোকজন নিয়ে পুলিশ ও বিজিবির সাথে মাদক বিরোধী আলোচনা সভা করেছি।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) সজল কুমার কানু বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা স্বোচ্চার এরয়েছে। রাজেশপুর-লালবাগ এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

The post সদর দক্ষিণের সীমান্ত এলাকায় চলছে রমরমা মাদক ব্যবসা appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2gsREOK

November 29, 2016 at 09:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top