নিবেদিতা আলোচনা সভা

মালবাজার, ২৯ নভেম্বরঃ মঙ্গলবার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে `ভারতীয় নারী ও নিবেদিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি কলেজের বাংলা ও দর্শন বিভাগ যৌথভাবে আয়োজন করে। এই সভায় বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী চন্দ্রকান্তনন্দ, কলেজের অধ্যক্ষা ডঃ উমা মাজী প্রমুখ বক্তব্য রাখেন। স্বামী চন্দ্রকান্তনন্দ বলেন, `ভগিনী নিবেদিতা ভারতীয় নারীদের আদর্শ বিভিন্ন মহলে তুলে ধরেছেন। নিবেদিতার মতো মহান নারীরা সকলের কাছেই অনুপ্রেরণা।’ মহাবিদ্যালয়ের দুই বিভাগীয় প্রধান বলেন, `ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ পালনের অঙ্গ হিসেবে এদিন আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।’



from Uttarbanga Sambad http://ift.tt/2fycIXj

November 29, 2016 at 09:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top