ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪৩

india-delhi-news-map ভারত নয়াদিল্লি দিল্লি সংবাদ মানচিত্রভারতের উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে।

আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণার পর কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়।

পাটনা-ইন্দোর এক্সপ্রেস নামে ওই ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত হওয়ার এ ঘটনায় প্রায় ২০০ মানুষ আহত হয়েছেন। এটিকে গত ৬ বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা বলে দেখা হচ্ছে। রোববার ভোর ৩টার দিকে কানপুর জেলার পুখরায়ন শহরের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।

দ্রুতগামী এ ট্রেন বিহারের পাটনা থেকে মধ্যপ্রদেশের ইন্দোর শহর রুটে চলাচল করে। এতে পাঁচ শতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। কানপুরের সিনিয়র পুলিশ কর্মকর্তা দালজিত সিং জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া দুটো কোচের নিচ থেকে আরও মরদেহ পাওয়া যেতে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং চিকিৎসক মিলে প্রায় আড়াইশ উদ্ধাকারী কাজ করেছেন।

কানপুরের সহকারী আইজি রাকেশ মাধক জানান, দুর্ঘটনায় প্রথম দিকে কয়েক ডজন মানুষের প্রাণহানির খবর মিললেও উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণার পর এ সংখ্যা ১৪৩ জনে দাঁড়িয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রেলওয়ে মন্ত্রী সুরেশ এক টুইট বার্তায় বলেছেন, এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষী ব্যক্তিকে অবশ্যই কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।

এদিকে রেলওয়ে অফিস বলছে, রেলপথে সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। অনেকদিন পরে এমন দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বড় রেল নেটওয়ার্ক। সেটি প্রতিদিন ২০ লাখ লোক পরিবহন করে। গত বছরের মার্চে এই উত্তর প্রদেশেই ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের প্রাণহানি ও দেড়শতাধিক লোক আহত হয়েছিল।

The post ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪৩ appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.



from Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7 http://ift.tt/2fKGAie

November 21, 2016 at 08:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top