বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

index-11

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে সড়ক দূর্ঘটনায় মতিউর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার খালপাড় গ্রামের বাসিন্দা। রোববার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এস আই রফিকুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থল হাইওয়ে এলাকায় হওয়ায় হাইওয়ে পুলিশ লাশটি নিয়ে যায়। তবে কিভাবে সড়ক দূর্ঘটনায় হয়েছে তা তিনি জানেননা বলে জানান। তবে বিষয়টি হাইওয়ে পুলিশ বলতে পারবে বলে তিনি জানিয়েছেন।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, লামাকাজী বাজারের পশ্চিমে দোকানীপাড়া নামক স্থানে মতিউর রহমানকে একটি মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তবে মিনিবাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা জানান মতিউর রহমান একজন মানষিক ভারসাম্যহীন ছিলেন।

এব্যাপারে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gvkCgp

November 27, 2016 at 09:56PM
27 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top