বিশ্বনাথে প্রধানমন্ত্রীর বিল বোর্ড ভাংচুর : থানায় জিডি

h-57

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি ::বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিলবোর্ড ভাংচুর ও নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই বিষয়ে রবিবার বিশ্বনাথ সদর ইউনিয়নের শাহজিরগাঁও গ্রামের মৃত: রইছ আলীর ছেলে আব্দুল হক বিলবোর্ড ভাংচুর ও নিয়ে যাওয়ার অভিযোগ এনে বিশ্বনাথ থানায় জিডি এন্টি করেছেন। যার নং ১১০১।

জিডি এন্টিতে প্রকাশ : গত ১৮ নভেম্বর দুপুরে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়ক মোড়ে ষ্টিলের খুঁটি দিয়ে বিশ্বনাথ উপজেলা যুবলীগের পক্ষ থেকে সরকারী জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফর উপলক্ষে বিলবোর্ড সাটানো হয়েছিল।

উক্ত বিলবোর্ডটি কে-কারা ছিড়ে ফেলেছে। একই তারিখে বিশ্বনাথ ডিগ্রী কলেজের সামেন সরকারী খুঁটিতে বিলবোর্ড সাটানো হয়েছিল। গত ২৫ নভেম্বর রাতে ওই বিলবোর্ডটি ও কে বা কারা নিয়ে গেছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gvlW2D

November 27, 2016 at 09:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top