ঢাকা, ১৫ নভেম্বর- এ বছরই নতুন অ্যালবাম রাখে আল্লাহ মারে কে প্রকাশিত হয়েছে রকতারকা আইয়ুব বাচ্চুর। বছরজুড়ে দেশে ও দেশের বাইরে স্টেজ পারফর্ম নিয়ে এখনও গানে সক্রিয় তিনি। এবার দুই বছর পর নিজের গানের মিউজিক ভিডিওতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। জানালেন সামনেই আরও কিছু গানের মিউজিক ভিডিও নিয়ে আসছে তার ব্যান্ডদল এলআরবি। সাধারণত নিজের করা সুরেই গান করেন আইয়ুব বাচ্চু। এমনকি নিজের গানগুলোর সংগীত পরিচালনাও করেন তিনি। প্রায় নয় বছর পর অন্যের সুরে ও সংগীতায়োজনে গাইলেন নন্দিত এই ব্যান্ডশিল্পী। ছায়া শরীরী শিরোনামের গানটি গেল ঈদ উল ফিতরে প্রকাশ করে জি সিরিজ। এম এস রানার কথায়, জিয়া খানের সুর ও পাভেল আরিনের সঙ্গীতায়োজনে ছায়া শরীরী গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে ১১ নভেম্বর। ভিডিওটি নির্মাণ করেছেন মনজু আহমেদ। ভিডিওটির টেলিভিশন প্রিমিয়ার হয় একাত্তর টিভির মিউজিক বাজ অনুষ্ঠানে। আলিফ আলাউদ্দিন ও ফারশিদ-এর উপস্থাপনায় সরাসরি এই অনুষ্ঠানে ভিডিওটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চু। পরদিন ১২ নভেম্বর জি সিরিজের ইউটিউব চ্যানেল জি সিরিজ মিউজিক- এ প্রকাশ করা হয় ভিডিওটি। আইয়ুব বাচ্চুর সর্বশেষ মিউজিক ভিডিও ছিল জীবনের গল্প। নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বললেন, গানের কথাগুলো আমাকে ভীষণ টেনেছে। গতানুগতিক গানের চেয়ে একেবারেই ভিন্ন ধাঁচের কথা আর গল্প রয়েছে গানটিতে। জীবনের গল্পর পর আমি চেয়েছি একটু ভিন্ন ধাঁচের একটা ভিডিওতে কাজ করতে। আশা করছি ছায়া শরীরী গানের ভিডিওটি ভক্তরা পছন্দ করবেন। সামনে আমার সলো কিছু মিউজিক ভিডিওর পাশাপাশি ব্যান্ড এলআরবির নতুন কিছু মিউজিক ভিডিও দেখতে পাবেন সবাই। গীতিকার এম এস রানা বলেন, শুরুতে গানটি নিয়ে বেশ দ্বিধায় ছিলাম। কারণ গানটি একটু এক্সপেরিমেন্টাল। বাচ্চু ভাইয়ের মতো বড় মাপের শিল্পীর কল্যাণেই এ ধরনের কঠিন কথা আর ছন্দ-তালের গানটি সম্ভব হয়েছে। এবার শতভাগ পূর্ণ হলো মনজুর তৈরি মিউজিক ভিডিওর সুবাদে। সুরকার জিয়া খান বলেন, গত ঈদের ব্যয়বহুল একটি অ্যালবাম ছায়াশরীরী। অ্যালবামের টাইটেল গানটিই বাচ্চু ভাইয়ের গাওয়া। এরই মধ্যে গানটি শ্রোতাদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। এবার মিউজিক ভিডিওর মাধ্যমে শ্রোতাদের চাওয়া শতভাগ পূর্ণ হলো। আশা করছি গানের মতো ভিডিওটির দর্শকের ভালো লাগবে। নির্মাতা মনজু আহমেদ বলেন, অনেক দিন পর আইয়ুব বাচ্চুর গান। তাই বেশ গুছিয়ে পরিকল্পনা সাজিয়ে একটু ভিন্ন আঙ্গিকের একটি ভিডিও তৈরির চেষ্টা করেছি। এরই মধ্যে অনেকেই প্রশংসা শুনিয়েছেন। আশা করছি অন্য দর্শকদেরও ভালো লাগবে। আর/১০:১৪/১৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2f19rxN
November 16, 2016 at 04:26AM
15 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top