মস্কো, ১৫ নভেম্বর- রাশিয়ার অর্থমন্ত্রী অ্যালেক্সেই উলিইউকায়েভ ২০ লাখ ডলার ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত হয়েছেন। হুমকি দিয়ে তেল কোম্পানি রোসনেফটের কাছ থেকে ঘুষ আদায় করেছিলেন উলিইউকায়েভ। ঘুষের অর্থ নেওয়ার সময়ই তিনি হাতেনাতে ধরা পড়েন। বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার প্রধান দুর্নীতি দমন পর্ষদ দ্য ইনভেস্টিগেটিভ কমিটি (এসকে) বলেছে, উলিইউকায়েভ পেমেন্ট হিসাবে ২০ লাখ মার্কিন ডলার পেয়েছেন। ১৯৯১ সালে তৎকালীন ইউএসএসআর- এ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পর এই প্রথম রাশিয়ার এত উচ্চ পর্যায়ের কোনও সরকারি কর্মকর্তা আটক হলেন। রাশিয়ার তেল কোম্পানি রোসনেফট (যেটির বেশিরভাগ শেয়ারের মালিক রুশ সরকার) রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি বাশনেফটের ৫০ শতাংশ শেয়ার কেনার চুক্তি করার সময় উলিইউকায়েভ এতে বাধা দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ এসকে কর্তৃপক্ষের। এসকে মুখপাত্র সভেৎলানা পেৎরেঙ্ক বলেন, রোসনেফট চুক্তির পক্ষে অনুমোদন দেওয়ার বিনিময়ে ১৪ নভেম্বর ২০ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার সময় ধরা পড়েন উলিইউকায়েভ। কয়েক মাস ধরে ফোনে আড়িপাতাসহ বিভিন্নভাবে নজরদারির পর তাকে আটক করতে স্ট্রিং অপারেশন চালানো হয় বলে জানান এসকের কর্মকর্তরা। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শিরোনামে উলিইউকায়েভ আটকের খবর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বড় করে প্রচার করা হয়। তিনি দোষী সাব্যস্ত হলে তার ৮ থেকে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। ২০১৩ সালে অর্থমন্ত্রীর দায়িত্ব পান ৬০ বছর বয়সী উলিইউকায়েভ । ২০০৪ সালে তিনি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের উপ প্রধান হিসেবে নিয়োগ পান। এ বছর অক্টোবরে রাশিয়ার অন্যতম প্রধান তেল কোম্পানি রোসনেফট ৫০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে বাশনেফটের ৫০ শতাংশ শেয়ার কেনে। বিশ্ব জুড়ে তেলের দাম পড়ে যাওয়ায় রাশিয়ার অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। যার ফলে বেশ কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ব্যক্তি মালিকানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বাশনেফটের মত বড় কোম্পানি কার কাছে হস্তান্তর করা হবে সেটি নিয়ে জটিলতা কারণে অগাস্টে কোম্পানিটি বিক্রি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। রাষ্ট্রীয় ভাণ্ডারে অর্থের প্রয়োজনে গত মাসের শুরুতে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ব্যক্তিমালিকানায় হস্তান্তরের বিষয় নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়। তখন উলিইউকায়েভ রোসনেফটের দেওয়া পুরো অর্থ রাশিয়ার বাজেটে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু উদার অর্থনীতিতে বিশ্বাসীরা রাষ্ট্রমালিকানাধীন একটি কোম্পানির অন্য একটি রাষ্ট্রমালিকানাধীন কোম্পানির শেয়ার কেনার পরিকল্পনার জোর বিরোধিতা করে। আর/১০:১৪/১৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fVKGT6
November 16, 2016 at 04:20AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : নিহত ৪
19 Nov 20160টিওয়াশিংটন, ১৯ নভেম্বর- যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। ফেড...আরও পড়ুন »
কট্টরপন্থী সেশনসকে অ্যাটর্নি জেনারেল হওয়ার প্রস্তাব ট্রাম্পের
18 Nov 20160টিওয়াশিংটন, ১৮ নভেম্বর- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অ্যাটর্নি জেনারে...আরও পড়ুন »
হারের পর বাড়ি থেকে বের হতে পারছিলেন না হিলারি
17 Nov 20160টিওয়াশিংটন, ১৭ নভেম্বর- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হারের বাড়ি থেকে বের হতে প...আরও পড়ুন »
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আটকা পড়েছেন ২০০ রোহিঙ্গা, ৫ দিনে অন্তত ৬৯ জনকে হত্যা
15 Nov 20160টিরেঙ্গুন, ১৫ নভেম্বর- মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের গ্রামগুলোতে গত পাঁচ দিনের হামলায় অন...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.