কী ভয়াবহ দুঃসংবাদ শোনা থেকে রেহাই পেয়ে গেলো ফুটবল বিশ্ব। অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য বিমানবন্দরে দলের সঙ্গে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের গাড়ি। দুর্ঘটনাটা ছিল মারাত্মক। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, এ দুর্ঘটনায় নেইমারের কোন ক্ষতি হয়নি। তিনি মাঠে নামবেন বলেই জানা গিয়েছে। স্প্যানিশ লা লিগায় আজ রাতেই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বার্সেলোনার। এই ম্যাচে খেলার জন্যই বিমান বন্দরে যাচ্ছিলেন তিনি দলের সঙ্গে যোগ দিতে। সেখান থেকেই সান সেবাস্তিয়ানের ফ্লাইট ধরার কথা তাদের; কিন্তু পথিমধ্যেই তার ফেরারি গাড়িটা দুর্ঘটনার শিকার হয়। নেইমারের গাড়ি বেশ ভালোভাবেই ধাক্কা খেয়েছিল। বার কয়েক পাক খেয়ে উল্টো দিকে ঘুরে যায় তার ফেরারি। বার্সেলোনার একজন কর্মী তাকে উদ্ধার করেন। পেপে কস্তা নামে ওই কর্মী ক্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করেন। এরপর ক্রেন দিযে গাড়িটি সরানো হয়। স্প্যানিশ পত্রিকা মার্কা নিশ্চিত করেছে, এই দুর্ঘটনায় নেইমার বড় কোনো চোট পাননি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও আজ মাঠে নামতে পারবেন তিনি। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় বার্সা মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। আর/১০:১৪/২৭ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gvBsM2
November 28, 2016 at 05:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন