আন্তোনিও গ্রিজম্যান। অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা। মাদ্রিদেই নিজেকে প্রস্ফুটিত করেছেন ফ্রান্সের এই তারকা স্ট্রাইকার। দিয়েগো সিমিওনের সংস্পর্শে তিনি হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। অ্যাটলেটিকো মাদ্রিদকে তুলে এনেছেন স্প্যানিশ লা লিগার শীর্ষ একটি ক্লাবে। তার ণৈপুন্যেই তিন বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে দুবার ফাইনাল খেলেছে অ্যাটলেটিকো। সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে ফ্রান্সকে তুলে এনেছিলেন ফাইনালে। সেই গ্রিজম্যানকে নিয়ে ইউরোপের ফুটবল বাতাসে গুঞ্জন। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন তিনি। কেউ কেউ তো বলেই দিয়েছেন, দুর্ধর্ষ এই স্ট্রাইকারকে নিতে চায় রিয়াল মাদ্রিদ। এ সংবাদ দুচার কান করে চলে গেলো গ্রিজম্যানের কাছেও। সংবাদটা শুনে তো তিনি যারপরনাই বিস্মিত। সরাসরিই জানিয়ে দিলেন, অসম্ভব! কখনোই আমি রিয়াল মাদ্রিদে যাবো না। কথার সুরেই বোঝা যাচ্ছে নগর প্রতিদ্বন্দ্বীকে কতটা অপছন্দ করেন তিনি। তিনি যে অ্যাটলেটিকোতেই সুখে আছেন সেটা অকপটে স্বীকার করে গেলেন। বললেন, আমি তো অ্যাটলেটিকোতেই দারুণ আছি। এর চেয়ে ভিন্ন কিছু তো দরকার নেই। এটা ঠিক, আমিও চাই শিরোপা জিততে। তবে সেটা রিয়াল মাদ্রিদে গিয়ে অবশ্যই নয়! আর কিছু নয়, কারণ হচ্ছে, প্রতিদ্বন্দ্বী। তারা আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী। তাহলে কী পিএসজিতে যাবেন? প্রশ্ন করা হয় গ্রিজম্যানকে। তিনি উত্তর দিলেন, পিএসজি? এই ক্লাবটি খুবই ইন্টারেস্টিং। তবে কথা হলো, আমি লিগা ওয়ানকে (ফরাসী ফুটবল লিগ) মোটেও পছন্দ করি না। আর/১০:১৪/২৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gMnvxt
November 28, 2016 at 05:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top