বিনা কর্ষণে মসুর ডাল চাষ

নয়ারহাট, ২২ নভেম্বরঃ মঙ্গলবার মাথাভাঙ্গা-১ ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিনা কর্ষণে মসুর ডাল চাষ করার উদ্যোগ নেওয়া হয়। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এবং স্থানীয় ‘সমব্যথী সোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর সহযোগিতায় এদিন এলাকার ১০ বিঘা জমিতে বিনা কর্ষণে মসুর ডালের বীজ ছড়ানো হয়। এদিন এই উপলক্ষে কুর্শামারিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড অফিসার জয়দীপ দাস, কুর্শামারি গ্রাম পঞ্চায়েত প্রধান অধরচন্দ্র বর্মন এবং সংস্থার সম্পাদক মজিবুল আহমেদ।

মজিবুল জানান, মাথাভাঙ্গা-১ ব্লকে এই প্রথম বিনা কর্ষণে মসুর ডাল চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে এদিন ১০ বিঘা জমিতে বীজ ছড়ানো হল। এতে এলাকার চাষিরা উপকৃত হবেন বলে তার দাবি।



from Uttarbanga Sambad http://ift.tt/2fO1soH

November 22, 2016 at 08:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top