‘দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা’

1নিজস্ব প্রতিবেদক :: দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচনের পর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের পর দেশের উন্নয়নে জাতির জনক অনেক স্বপ্নই দেখেছিলেন। তবে ঘাতকরা তার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করে। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সেই স্বপ্ন একে পর এক বাস্তবায়ন করে চলেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বহু আগেই বলেছিলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আর সেজন্যই তিনি কৃষক ও কৃষির উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছিলেন। কৃষির উন্নয়নে তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণির কর্মকর্তায় উন্নীত করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষিবিদরাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছেন। তাদের অবদানেই আজ খাদ্য ঘাটতি থেকে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি। না খেয়ে এখন আর দেশে কেউ মারা যায় না। বরং পার্শ্ববর্তী দেশের দুর্যোগে খাদ্যসহায়তা পাঠাতে পারি।  তিনি আরো বলেন, একই সঙ্গে তাল মিলিয়ে আমরা মিঠাপানির মাছ ও সবজিতেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি।  প্রধান আলোচকের বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, জাতির জনক উপলব্ধি করতে পেরেছিলেন কৃষক এবং কৃষিকে উন্নত করতে পারলেই জাতি উন্নত হবে। তাই বঙ্গবন্ধু কৃষিকে গৌরবের পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কৃষিকে যান্ত্রীকীকরণে প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যাকে প্রধানমন্ত্রীর পাশাপাশি কৃষকরা কৃষী নেত্রী বলেও মন্তব্য করেন তিনি।  কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কৃষিবিদ আব্দুল মান্নান এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ। আলোচনা শুরুর আগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচন করেন অতিথিরা।

 

 



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ggDrFE

November 22, 2016 at 09:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top