ম্যাডোনার সঙ্গে প্রয়াত কিং অফ পপ মাইকেল জ্যাকসনের বেশ একটা রোমান্টিক সম্পর্ক ছিল বলে কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিলেন ম্যাডোনা। এবার সেই খবরেই আরেকটু গুজবের ইন্ধন জুগিয়ে মুখ খুললেন মাইকেল জ্যাকসনের পারিবারিক বন্ধু ফ্লো অ্যান্টনি। তার দাবি, ম্যাডোনা আর মাইকেলের মধ্যে কিছুটা রোমান্সের সম্পর্ক ছিল বটে, কিন্তু তা বড়ই স্বল্পমেয়াদি। সম্পর্কটা শেষ হয়ে যায় ম্যাডোনার জন্যই। ম্যাডোনা একবার নাকি টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, মাইকেলের পোশাক বা লুক ঠিকঠাক নয়, সেটা বদলালে তিনি আরও পছন্দ করবেন। নয়ের দশকের গোড়ায় মাইকেল আর ম্যাডোনা বেশ কিছুটা সময় একসঙ্গে কাটিয়ে ছিলেন। ম্যাডোনা নাকি এও বলেছিলেন, মাইকেল যদি তার সঙ্গে ডেট করতে শুরু করেন, তাহলে তিনি ডিজনিল্যান্ডে সময় কাটাতে যাবেন না। এদিকে মাইকেল নাকি এই কথা অ্যান্টনিকেও বলে ছিলেন। কিন্তু টিভিতে ম্যাডোনার ওই সাক্ষাৎকারের পর এই রোম্যান্টিক সম্পর্কের ইতি ঘটে যায়। অ্যান্টনি এও দাবি করেছেন, ওই সাক্ষাত্কারের পর মাইকেল আর ম্যাডোনা নিজেদের মধ্যে আর কথা বলেননি। এভাবেই ইতি টানে মাইকেল-ম্যাডোনার সর্ম্পক। আর/১০:১৪/১৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hrAS37
December 14, 2016 at 06:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top