জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বরঃ শিশু পাচার ও বিক্রির অভিযোগের বিরুদ্ধে আন্দোলনে নামলো জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট। অভিযুক্তদের গ্রেপ্তার, চা বাগানগুলিতে বেতন সমস্যার সমাধান ও বিভিন্ন দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। তাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, সি পি আই এম নেতা জিতেন দাস, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের গেবিন্দ রায়, বিপ্লবী সমাজতান্ত্রিক দলের প্রকাশ রায়, সি পি আই-এর রন গোপাল ভট্টাচার্য সহ অন্যান্যরা।
জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য বলেন, ‘রাজ্য জুড়ে শিশু পাচার, শিশু বিক্রির মতো যে পৈশাচিক ঘটনা চলেছে, তার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে।’ তিনি বলেন, শিশু কেনাবেচার সঙ্গে বড়ো রাঘব বোয়ালরা যুক্ত রয়েছে। এর শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে। সেই সঙ্গে তিনি বলেন, কৃষকরা ধানের সঠিক মূল্য পাচ্ছে না। তা জানার পরেও রাজ্য সরকারকে ধান কেনার বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছেন। আবার চা বাগানগুলিতে এখন পর্যন্ত টাকা জোগান ঠিক না হওয়াতে শ্রমিকেরা বেতন পাচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে এদিন জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জলপাইগুড়ি সদর মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান সলিলবাবু।
from Uttarbanga Sambad http://ift.tt/2hiI6ZB
December 13, 2016 at 11:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন