মুম্বাই, ৩১ ডিসেম্বর- সিনেমা শিল্পে বলিউড অন্যতম জায়গা দখল করে রেখেছে বিশ্বব্যাপী। প্রতিবছর দেড় শতাধিক ছবি মুক্তি পায় বলিউডে। এর ভেতর কিছু ছবি বক্স-অফিসে ভালো অবস্থান করে নেয়। আবার কিছু ছবি বক্স-অফিসে তেমন সুবিধা করতে না পারলেও আলোচনায় থাকে। যে কারণে বলিউডের ছবি নিয়ে এ দেশের দর্শকদের আগ্রহের কম নয়। এই বছর সর্বমোট ১১৩টি ছবি মুক্তি পেয়েছে বলিউডে। এর মধ্যে হিট ছবির সংখ্যা ২৭ টি। মোটামুটি ব্যবসা করেছে ৪৪টি ছবি। এছাড়াও বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে মোট ৪২ টি সিনেমা। বছর শেষে অনেক দর্শক মুখিয়ে থাকেন কোন ছবিটি কোন অবস্থানে আছে তা জানার জন্য। আর তাই প্রিয় পাঠকের জন্য এমন কিছু সেরা সিনেমা তুলে ধরা হল, যা অবস্থান করছে বলিউড বক্স অফিসের সেরা দশের তালিকায়। ২০১৬ সালের শীর্ষ ১০ ব্যবসাসফল ছবি ১। সুলতান (৩০০.৪৫ কোটি) ২। রুস্তম (১২৭.৪৯ কোটি) ৩। এয়ারলিফট (১২৯ কোটি) ৪। এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (১৩৩.৪ কোটি) ৫। অ্যায় দিল হ্যায় মুশকিল (১১২.৪০ কোটি ) ৬। পিঙ্ক (৬৮ কোটি) ৭। ডিয়ার জিন্দেগি (১.২৫ কোটি) ৮। ফ্যান (৮৫ কোটি) ৯। নীরজা (৭৫.৬১ কোটি) ১০। দঙ্গল (১৯৭.৫৩ কোটি) সুলতান বছরের ৬ জুলাই মুক্তি পায় সুলতান। চলতি বছর বলিউডে সবচেয়ে ব্যবসাসফল ছবি হিসেবে বক্স-অফিসে জায়গা করে নেয় আলি আব্বাস জাফর পরিচালিত সুলতান। হরিয়ানার এক কুস্তিবিদকে নিয়ে সুলতান ছবির গল্প। তার লড়াই, প্রেম নিয়েই ছবির কাহিনি। তবে শোনা গিয়েছিল, ছবিটি কোনও এক কুস্তিবিদের জীবন থেকে অনুপ্রাণিত। সালমান খান, আনুশকা শর্মা অভিনীত ৯০ কোটি বাজেটের ছবিটি আয় করে ৩০০ দশমিক ২২ কোটি রুপি। মুক্তির পাঁচদিনের মাথায় বক্স অফিস থেকে ছবির আয় ১৮০.৩৬ কোটি রুপি। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের মতে, ভারতীয় সিনেমার ইতিহাসে আয়ের দিক থেকে তৃতীয় স্থান অধিকার করেছে সুলতান। মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেওই ৩০০ কোটি টাকা আয় করে ছবিটি। রুস্তম এই বছর ১২ আগস্ট একসঙ্গে মুক্তি পায় দুটি ছবি। একটি হৃতিক রোশনের মহেঞ্জোদারো, অন্যটি অক্ষয় কুমারের রুস্তম। কিন্তু মুক্তির পর বক্স অফিসে মহেঞ্জোদারো মুখ থুবড়ে পরে। অপরদিকে রুস্তম তার সাফল্য বজায় রাখে। ছবির বাজেট ছিল ৬৫ কোটি রুপি। আয় করে ১২৭.৪৯ কোটি রুপি। এটি সুপারহিট ছবি হিসেবে বক্স-অফিসে জায়গা করে নেয়। বাস্তব ঘটনার ওপর নির্মিত হয় রুস্তম চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেন টিনু সুরেশ দেশাই। নামভূমিকায় অভিনয় করেন অক্ষয় কুমার। তাকে ছবিতে একজন নৌবাহিনীর কমান্ডার চরিত্রে দেখা যায়। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেন ইলিয়ানা ডিক্রুজ। এয়ারলিফট ২০১৬ সালের আরেক সেরা সিনেমা অক্ষয় কুমারের এয়ারলিফট। ২২ জানুয়ারি মুক্তি পায় ছবিটি। ১৯৯০ সালের ইরাক-কুয়েত যুদ্ধের উপর নির্মিত এয়ারলিফ্ট। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও নিমরত কৌর। মুক্তির প্রথমদিনই ছবিটির বক্স অফিস থেকে কালেকশন ছিল ১২.৩৫ কোটি। দ্বিতীয় দিনে ছবির আয় বেড়ে দাঁড়ায় ১৪.৬০ কোটি। প্রথম সপ্তাহে বক্স অফিসে থেকে ছবির আয় হয় ৪৪.৩০ কোটিতে। মাস শেষ হওয়ার আগেই এয়ারলিফ্টের বক্স অফিস কালেকশন হয় ১০২.৭৬ কোটি। ছবিটি মোট ব্যবসা করে ১২৯ কোটি রুপি। ছবি তৈরিতে খরচ হয়েছিল ৪০ কোটি রুপি। এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী নিয়ে নির্মিত ছবিটি মুক্তির পর সমগ্র ভারতজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করে। ছবিতে ধোনির চরিত্রে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত। নিরাজ পান্ডে পরিচালিত ছবির কাহিনীতে ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির জীবনের উত্থান-পতনের গল্প তুলে ধরা হয়েছে। প্রথম সপ্তাহের শেষে ছবিটি আয় করে ৬৬ কোটি রুপি। ১০০ কোটির ক্লাবে ঢুকতেও বেশি সময় লাগেনি এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবিটির। ১০৪ কোটিতে তৈরি হয়েছিল ছবিটি। সেখানে ধোনির বায়েপিক ঘরে তোলে ১২৭.০৪ কোটি রুপি। দর্শকদের আগ্রহ ছবিটিকে হিট ছবিতে পরিণত করে। ১০৪ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করে ১৩৩.৪০ কোটি রুপি। অ্যায় দিল হ্যায় মুশকিল বক্স অফিসে সবচেয়ে দ্রুত যে ছবিগুলো সাফল্য অর্জন করেছে তার মধ্যে অন্যতম অ্যায় দিল হ্যায় মুশকিল। ছবির বাজেট ছিল ৯২ কোটি রুপি। কিন্তু চার দিনে ছবিটি ১০০ কোটির ঘরে ঢুকে যায়। বিদেশ থেকে ৪ দিনে ৬.৫৫ মিলিয়ন ডলার আয় করে অ্যায় দিল হ্যায় মুশকিল। ছবিটি মোট আয় করে ১১২.৪০ কোটি রুপি। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে ছবিটি বানান করণ জোহর। প্রধান ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর, আনুশকা শর্মা, ফাওয়াদ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। অতিথি চরিত্রে ছিলেন শাহরুখ খান। পিঙ্ক অনিরুদ্ধ রায় চৌধুরীর প্রথম হিন্দি ছবি পিঙ্ক। এতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নুসহ আরো অনেকে। ২৩ কোটি রুপি বাজেটের পিঙ্ক আয় করে ৬৩ দশমিক ২১ কোটি রুপি। একটি রক কনসার্টে পরিচয় হওয়ার পর রাতে খাবার খেতে একটি রিসোর্টে তিনজন পুরুষ ও তিনজন নারী যান। চলে সামান্য মদপান এবং একে অপরের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা। এরপরই অঘটন। এই নিয়েই ছবির কাহিনি। ডিয়ার জিন্দেগি গৌরী শিন্ডের ছবি ডিয়ার জিন্দেগিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন শাহরুখ খান ও আলিয়া ভাট। প্রতিটি মানুষকে জীবনে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়। কখনও বাবা-মাকে নিয়ে, কখনও প্রেমিক প্রেমিকাকে নিয়ে, কখনও আবার বন্ধুদের নিয়ে। সেই মুহূর্তে সবাই এমন একজনকে চায় যাকে সব কথা খুলে বলা যায়। সেই ব্যক্তি কোনও সাইক্রিয়াটিস্ট হতে পারে, বা মেন্টর। তাকেই অবলম্বন করে নতুন পথের সন্ধান পায় মানুষ। ডিয়ার জিন্দেগিও সেই গল্পই দেখিয়েছে। ছবিটি প্রথমদিন ৮.৭৫ রুপি ব্যবসা করে। এখন শুধু বক্স অফিসের বিচারেই ছবিটির আয় প্রায় ৭০ কোটি টাকা। ব্যবসা এখনও চলছে। বক্স অফিস তো আছেই। সেই সঙ্গে স্যাটেলাইট স্বত্ত্ব, আরও অনেক জায়গা থেকে মোট ৬৭ কোটি আয় করছে ছবিটি। ফ্যান ফ্যান ছবিতে শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করেন। মনীষ শর্মা পরিচালিত ফ্যান ছবিটি মুক্তির আগে আলোচনায় থাকলেও মুক্তির পর সে আলোচনায় ভাটা পড়ে। ছবির বাজেট ছিল ১০৫ কোটি রুপি। এটি ঘরে তোলে ৮৫ কোটি রুপি। নীরজা ১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বরের এক ঘটনা নিয়ে ছবি নীরজা। করাচি বিমানবন্দরে হাইজ্যাক করা হয় প্যান অ্যামেরিকান ফ্লাইট ৭৩। বিমানে তখন সাড়ে তিনশোরও বেশি যাত্রী। পাকিস্তানি কমান্ডোবাহিনী বিমানের দখল নেওয়ার আগেই ২২ জনের মৃত্যু হয়। কিন্তু তারইমধ্যে বেশ কিছু যাত্রীকে নীচে পাঠাতে সক্ষম হন বিমানসেবিকা নীরজা ভানোট। কিন্তু ৩টি শিশুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন মাত্র ২৩ বছরের ওই অসামান্যা নারী। সেই নীরজার জীবনী নিয়ে তৈরি ছবিটি মুক্তির প্রথমদিনই আয় ছিল ৪.৭০ কোটি রুপি। সপ্তাহ শেষে ২২.০১ কোটি ঘরে তোলে নীরজা। ২৫ কোটি টাকা খরচ করে বানানো নীরজা আয় করে ৭৫.৬১ কোটি রুপি। ছবিতে নীরজা চরিত্রে অভিনয় করেন সোনম কাপুর। সঙ্গে ছিলেন শেখর মার্চেন্ট ও শাবানা আজমি। দঙ্গল বছরের শেষ ছবি হিসেবে ২৩ ডিসেম্বর মুক্তি পায় দঙ্গল। মহাবীর ফোগাতের জীবনী নিয়ে নির্মিত ছবিটিতে আমির খান অভিনয় করেন একজন কুস্তিগিরের চরিত্রে। ১২৫ কোটি রুপি খরচে তৈরি হয় ছবিটি। প্রথমদিনেই প্রায় ৩০ কোটি ঘরে তোলে। সপ্তাহ শেষে ঘরে আসে ১৯৭.৫৩ কোটিরও বেশি। সমালোচকদের মতে, অতীতের সব রেকর্ড ভেঙে দেবে দঙ্গল। ট্রেড অ্যানালিস্টদের মতে, ৪০০ কোটির ক্লাবে ঢুকতে পারে ছবিটি। এছাড়াও বছরের আরও আলোচিত ছবির তালিকায় আছে- বাঘি, কাপুর অ্যান্ড সনস, হাউসফুল থ্রি, উড়তা পাঞ্জাব, সরবজিত, ঢিশুম, পার্চড, সানাম রে, আজহার, ফোবিয়া, কাবালি, কাহানি ২, বেফিকরে ও ফোর্স ২। সূত্র- উইকিপিডিয়া, বক্স অফিস কালেকশন, টাইমস অব ইন্ডিয়া আর/১০:১৪/৩১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hzTM6V
January 01, 2017 at 04:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন