চেন্নাই, ১৯ ডিসেম্বরঃ ইংল্যান্ডের বিরুদ্ধে খেললেন জীবনের তৃতীয়তম টেস্ট। আর তাতেই বাজিমাত করলেন কর্ণাটকের ২৫ বছর বয়সী এই তরুন ক্রিকেটার। ট্রিপল সেঞ্চুরিটা এবার করেই ফেললেন করুন নায়ার। থাকলেন ৩০৩ (৩৮১ বলে) রানে অপরাজিত। ক্যাপ্টেন কোহলি সহ গোটা টিম ছিলেন এই ঐতিহাসিক মূহূর্তের অপেক্ষায়। এরপরই করলেন ম্যাচ ডিক্লিয়ার।
তাঁর ব্যাটের ওপর ভর করেই ভারত ৭০০-র গণ্ডি পেরোয়। করুণের কেরিয়ার শুরু ২০১২ সালে, আইপিএল-এ। প্রথম দুটো ম্যাচে নজর কাড়তে না পারলেও তৃতীয় ম্যাচে পুরো দেশেরই নজর কাড়লেন করুন। এমন রানের পাহাড় তৈরি করলেন যার ধারে কাছে কেউ ঘেঁষেনি বর্তমান খেলোয়াড়রা। নাম লিখিয়েছেন সহবাগের মত তাবড় খেলোয়াড়ের দলে। দিনের শেষে সহবাগ টুইট করে শুভেচ্ছা জানান করুনকে ৩০০ পেরেনো খেলোয়ারদের ক্লাবে নাম লেখানোর জন্য।
from Uttarbanga Sambad http://ift.tt/2hLTX32
December 19, 2016 at 06:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.