সদর দক্ষিণ প্রতিনিধি ● কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী লালনগর গ্রামের রতন চন্দ্র দাসের পৈত্রিক সম্পত্তি জোড়পূর্বক দখল করার অভিযোগে সদর দক্ষিণের পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মন্তাজ মিয়া সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রতন চন্দ্র দাসের স্ত্রী সবিতা রানী দাস বাদী হয়ে সম্প্রতি কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যজিষ্ট্রেটের ৯নং আমলী আদালতে এ মামলা দায়ের করে।
মামলার বিবরণ সূত্রে জানাযায়, জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার সংলগ্ন লালনগর গ্রামের মৃত ব্রজেন্দ্র দাসের পুত্র রতন চন্দ্র দাসের পৈত্রিক সম্পত্তির ৫২৯ দাগে ১৮ ও ৫৩১ দাগে ১৮ শতক সহ মোট ৩৬ শতক সম্পত্তি সুয়াগাজী সুলতানপুর গ্রামের মোতাহের হোসেন, সফিকুর রহমান, ফারুক হোসেন, জাহেদ ও মোতাহের হোসেন বড় জামাই জোড়কানন পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মন্তাজ মিয়া জোড়পূর্বক দখল করে।
রতন চন্দ্র দাসের পৈত্রিক সম্পত্তি অবৈধ দখলকারী হাত থেকে উদ্ধারের লক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে সবিতা রানী দাসকে আটকে রেখে তার ওপর হামলা চালিয়ে শরীরে ফুলা জখম করে।
এ সময় বিবাদীগণ সবিতা রানী দাসকে খালি স্টম্পে দস্তখত দিতে বলে। স্ট্যাম্পে দস্তখত দিতে অনিহা প্রকাশ করলে মামলার বিবাদীগন সবিতা রানী দাসের অর্ধ উলঙ্গ ছবি তুলে অন্য পুরুষের সাথে ছবি মিলিয়ে কলঙ্কিত করার হুমকি দিলে ইজ্জত রক্ষার্থে অলিখিত স্ট্যাম্পে দস্তখত দেয়।
এ ঘটনায় রতন চন্দ্র দাসের স্ত্রী সবিতা রানী দাস বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যজিষ্ট্রেটের ৯নং আমলী আদালতে ৫ জনের বিরুদ্ধে (ধারা- ৩৪২/৩৮৫/৩৮৬/৩৭৯/৩৫৪/৫০৬/৩৪ দ: বি: ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন এর- ২ (গ/১) ও ২ (ঘ) মামলা দায়ের করে।
মামলার আসামীরা হলো- সুলতারপুর গ্রামের মোতাহের হোসেন, তার ভাই শফিকুর রহমান, ফারুক, শফিকুর রহমানের ছেলে জাহেদ ও মথুরাপুর গ্রামের হাজী মো: আলি নেওয়াজের ছেলে মন্তাজ মিয়া।
এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সহিদার রহমান বলেন, মামলা অন্যতম আসামী মোতাহের হোসেনের ছেলে ফারুককে গ্রেফতার করা হয়েছে।
The post সংখ্যালঘুর সম্পত্তি দখল করায় আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2hQOUvv
December 19, 2016 at 06:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন