রাজ্য ও জাতীয় সড়কের পাশে থাকবে না মদের দোকান

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বরঃ  আগামী এপ্রিল থেকে রাজ্য ও জাতীয় সড়কের পাশে থাকবে না কোনো মদের দোকান। বৃহস্পতিবার এই নির্দেশই দিল সুপ্রিমকোর্ট। বর্তমানে যেসব মদের দোকানগুলি বিভিন্ন জাতীয় সড়কের পাশে রয়েছে তাদের লাইসেন্স পুনর্নবীকরণ হবে না বলেও জানানো হয়েছে শীর্ষ আদালতের নির্দেশিকায়।

প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চের নির্দেশ, রাজ্য ও জাতীয় সড়কের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকবে না। এমনকি কোনো বিজ্ঞাপন থাকলেও তা সরিয়ে নিতে হবে। সুপ্রিমকোর্টের এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্যে। এই নির্দেশিকা যাতে লাগু হয় সেদিকে বিশেষ নজর রাখতে রাজ্যের মুখ্যসচিব ও পুলিশ প্রধানদেরও নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কারণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে ইদানিংকালে পথদূর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে গেছে।

প্রসঙ্গত, এর আগে একাধিক হাইকোর্ট মদের দোকান বন্ধে এই নির্দেশ দিলেও শীর্ষ আদালতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বহু ব্যক্তি মামলা করেন। এদিন সেই মামলারই রায় দেয় সুপ্রিম কোর্ট।



from Uttarbanga Sambad http://ift.tt/2hERGnr

December 16, 2016 at 05:59PM
16 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top