কলকাতা, ১৬ ডিসেম্বর- রাজ্য সরকারকে না জানিয়ে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের কলকাতায় এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর একটি দল। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সক্রিয় সদস্য মোহাম্মদ মসিউদ্দিন ওরফে মুসাকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের আসা। এফবিআই-এর হঠাৎ আগমনের খবর শুনে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার। গত ৯ ডিসেম্বর এফবিআইয়ের সাত সদস্যের একটি দল কলকাতায় আসে। বীরভূম জেলার লাভপুরের বাসিন্দা মুসা যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেরা করে যায়। সূত্র জানায়, পশ্চিবঙ্গের পুলিশের ডিরেক্টর জেনারেল(ডিজি) সুরজিত কর পুরকায়স্থ এ খবর শোনার পর ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-এর পরিচালককে তলব করে রাজ্য সরকারের অসন্তোষের কথা জানিয়েছেন। অপর একটি সূত্র জানায়, কলকাতায় এফবিআই-এর আগমনের বিষয়টি কেন পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হলো না তার ব্যাখ্যা চেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। এনআইএ কর্তৃপক্ষের বক্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন তদন্তকারী সংস্থার মধ্যে সহায়তার ক্ষেত্রে সরকারের থেকে অনুমতি নিতে হয় না। এক্ষেত্রেও এফবিআই অথবা অন্য কোনো আন্তর্জাতিক এজেন্সিকে ডাকতে গেলে অনুমতির প্রয়োজন পড়ে না, তাই নেয়াও হয়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও কিছু জানানো হয়নি। আর/১৭:১৪/১৬ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hNZNBx
December 17, 2016 at 12:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন