দাউদকান্দিতে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

দাউদকান্দি প্রতিনিধি ● বিজয় দিবসের শুবেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ছেড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। দাউদকান্দি উপজেলার হাসানপুর সরকারী কলেজে শুক্রবার দুপুরে ছাত্রলীগ ও জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদকের লোকজনের সাথে এ ঘটনায় উভয় পক্ষের ৫জন আহত হয়েছে। ঘটনার পর থেকে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়েই পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছেন।

ঘটনার পর পর সংবাদ সম্মেলন করে হাসানপুর কলেজ ছাত্রলীগ সভাপতি শাহদাৎ হোসেন বলেন, কলেজ কতৃক আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা শুরু হওয়ার আগে ব্যারিষ্টার নাঈম সাত্তারের লোকজন সভাস্থলে ঢুকে হইহট্টোগুল শুরু করে। আমরা তাদেরকে থামাতে গেলে, তারা নাইম সাহেবকে প্রধান অতিথি করতে বলে, না হলে অনুষ্ঠান করতে দেবেনা বলে আমাদের উপর হামলা চালায়। এতে আরিফ, রেজাউল ও পাবেল নামে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

বিকেলে হাসানপুরে সাংবাদিক সম্মেলন করে প্রবীন আ’লীগ নেতা হাসান জামিল সাত্তারের ছেলে জেলা আওয়ামীলীগের সদস্য ব্যারিষ্টার নাইম হাসান বলেন, প্রত্যেকটি জাতীয় এবং দলীয় প্রোগ্রামে হাসানপুর কলেজ থেকে একত্রিত হয়ে বিভিন্ন এলাকায় অংশগ্রহন করি। আজও বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিয়নের আলোচনা সভায় যাওয়ার জন্য হাসানপুর কলেজের সামনে নেতাকর্মীরা আমার জন্য অপেক্ষা করছিল। আমি যখন গজারিয়ায় তখন আমার কাছে ফোন আসে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসীরা বঙ্গবন্ধু ও নেত্রীর ছবি সংবলিত আমার কয়েকটি ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। এর প্রতিবাদ করলে তারা আমার লোকজনের উপর হামলা করে। পরে আমি ঘটনাস্থলে পৌছে তাদেরকে বোঝানোর চেষ্টা করলে তারা আমার উপরও হামলা করে এবং আমার গাড়ি ভাংচুর করে। পুলিশও তাদের নিয়ন্ত্রন করতে পারেনি।

কলেজের অধ্যক্ষ মনিরুল আলম ভূইয়া বলেন, আমাদের আলোচনা সভা শুরূ হওয়ার আগে বাহিরে কিছু পুলাপাইন দৌড়াদুড়ি করেছে। নির্দিষ্ট সময়েই আমরা শান্তিপুর্ণভাবে আমাদের অনুষ্ঠান শুরু এবং শেষ করেছি।

দাউদকান্দির গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদউদ্দিন বলেন, কলেজে বিজয় দিবসের আনুষ্ঠানে ছাত্রলীগের সাথে জেলা আওয়ামীলীগের সদস্য ব্যারিষ্টার নাঈমের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।

The post দাউদকান্দিতে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2hrqOJY

December 16, 2016 at 06:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top