বার্সেলোনা, ২১ ডিসেম্বর- লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বার্সেলোনার। তবে কাতালান ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, মেসি-বার্সা এক সঙ্গেই চলবে। দুই পক্ষের বর্তমান চুক্তি শেষ হবে ২০১৮ সালের জুনে। কিছু দিন ধরে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর কথা শোনা যাচ্ছে। মঙ্গলবার ২০১৬ সালে ক্লাবের কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে মেসির চুক্তি নিয়েও কথা বলেন বার্তোমেউ। কোনো বৈঠক হয়নি আমাদের। শুধু চুক্তি নবায়ন নয়, আমরা এই বিষয়গুলোর ব্যাপারে খুবই সতর্ক। আমরা সবসময় সতর্ক থাকতে চেষ্টা করি, যাতে সমঝোতার বিষয়গুলো আরও সহজভাবে সম্পন্ন হতে পারে। বার্সেলোনার খেলোয়াড় হিসেবে মেসি ক্যারিয়ার শেষ করুক, এটাই আমরা চাইব। আশা করি, কিছু দিনের মধ্যে আমরা এটা জানাতে পারব। কেননা, আমি মনে করি, বার্সেলোনা এটা চায়, মেসিও এটা চায়। বার্সেলোনাতে মেসি সুখে আছে জানিয়ে বার্তোমেউ আর্জেন্টাইন তারকার বেড়ে ওঠার গল্পটাও তুলে ধরেন। সে একজন কাতালান। আমাদের একাডেমি থেকে উঠে এসেছে। সে দারুণ একটা গল্পের প্রতিনিধিত্ব করে। আমরা মনে করি, সে ক্যারিয়ারের বাকিটা সময় এই দলে থাকবে। লিও মেসি এবং বার্সা এক সঙ্গে চলবে। সে সেরা খেলোয়াড় এবং আমরা সেরা ক্লাব।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h8jr9I
December 21, 2016 at 03:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন