উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের ২৫ শতাংশ কমাল রাজ্য

শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ নোট সমস্যায় জেরবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। দপ্তরের বাজেট ২০০ কোটি টাকা কমিয়ে দিয়েছে রাজ্য সরকার। আর্থিক বছর শেষ হতে কয়েকমাস বাকি থাকলেও আটকে রয়েছে ১০৩ কোটি টাকার প্রকল্পের কাজ। টেন্ডারে ঠিকাদারি সংস্থা অংশ না নেওয়ায় প্রকল্প আটকে রয়েছে বলে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিরোধীদের অভিযোগ, দেড় মাসের নোট সমস্যাকে ঢাল করে নিজের সারাবছরের ব্যর্থতা ঢাকতে চাইছেন মন্ত্রী। দীর্ঘ কয়েকমাস পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে সোমবার উত্তরকন্যায় দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের কারণে সমস্যায় পড়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরও। সেজন্য উত্তরবঙ্গের সাত জেলাজুড়ে হাতে নেওয়া কাজ আটকে রয়েছে। ২০১৬-১৭ আর্থিক বছরের মধ্যেই যাতে কাজে হাত দেওয়া যায় সেজন্য ফের টেন্ডার ডাকা হচ্ছে। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফান্ড (আরআইডিএফ) ও প্রবেশকর থেকে ৫০ শতাংশ টাকা না আসায় এবার রাজ্য সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটে ২৫ শতাংশ কাটছাঁট করেছে। যে কারণে আর্থিক সংকটেও রয়েছে দপ্তর।’



from Uttarbanga Sambad http://ift.tt/2im283s

December 27, 2016 at 01:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top