লন্ডন, ২৭ ডিসেম্বর- পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্সের মৃত্যুর গুজব ছড়ানোর দায়ে সনি মিউজিক এন্টারটেইনমেন্টের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে। সোমবার সনি টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয় যে, পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স আর নেই। এই ঘটনার পর পরই হ্যাকাররা সনির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করে। সনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। যারা জানিয়েছে, অনাকাঙ্খিত ভাবে ঘটনাটি ঘটেছে। আমরা কখনোই এটি আশা করিনি। তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও আমাদের পেজে ব্রিটনি স্পিয়ার্সের মৃত্যুর যে খবর প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এজন্য আমরা দুঃখিত। আমরা ব্রিটনি ও তার ভক্তদের কাছে ক্ষমা চাই। ভক্তরা যেনো কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে না ভোগেন। এ ঘটনার জন্য আমরা লজ্জিত। সনির মুখপাত্র এনিয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ৩৫ বছর বয়সী ব্রিটনি স্পিয়ার্সের ম্যানেজার অ্যাডাম লিভার সিএনএন কে জানিয়েছেন, ব্রিটনি স্পিয়ার্স ভালো আছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hoOezn
December 27, 2016 at 06:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top