কলকাতা, ১৭ ডিসেম্বরঃ আগামী ২০১৮ সালে চালকহীন মেট্রো রেল পেতে চলেছে কলকাতা। ভারতীয় রেলের পদস্থ আধিকারিক জ্যোতিষ কুমার এইদিন একথা জানান। গ্রেড অফ অটোমোশন ৩ (জিওএ-৩) মর্যাদার রেকে চালক থাকবে না। অত্যাধুনিক প্রযুক্তি সমন্বিত এই রেকেই চলবে ট্রেন। নতুন ইস্ট-ওয়েস্ট ও দমদম-গড়িয়া মেট্রো শাখায় এই ট্রেন চালানো হবে। চিন থেকে এই বিশেষ ধরনের রেক আমদানি করার কথা। প্রথম পর্যায়ে রেল কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে বিধাননগর থেকে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো শাখায় এই ব্যবস্থা চালু করতে চান।
from Uttarbanga Sambad http://ift.tt/2hIxjGp
December 18, 2016 at 07:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন