চেন্নাই, ১৮ ডিসেম্বরঃ চেন্নাইয়ে চলছে শেষ টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৪৭৭ রান তুলেছে। তৃতীয় দিনের শেষে ভারতের খাতায় জমা পড়েছে ৩৯১। দিনের শুরুতে এই বিশাল রানের লক্ষ্য তারা করে লোকেশ রাহুল ও পার্থিব প্যাটেল বিনা উইকেটে তোলে ৬০ রান। পার্থিব প্যাটেল সেঞ্চুরি করতে পারেননি। কিন্তু লোকেশ রাহুলের ব্যাটের দিকে তখন সবাই তাকিয়ে। মাত্র ১ রানের জন্য চুরমার হয়ে গেল ডবল সেঞ্চুরির স্বপ্ন। পার্থিব প্যাটেলের উইকেট খোয়ানোর পর পরপর দুটো ধাক্কা লাগে ভারতের স্কোরবোর্ডে। এবার টিম ইন্ডিয়ার বড় ভরসা লোকেশ রাহুল।
উল্লেখ্য, গত টেস্ট ম্যাচেই কোহলির ভারত ইংল্যান্ডকে হারিয়েছিল বিরাট ব্যাবধানে। বিরাটের বিশাল রানের পাহাড় ভোলার নয়। কিন্তু আজ তাকে মাত্র ১৫ রান নিয়েই সন্তুষ্ট হতে হয়। দিনের শেষে তরুন নায়ার (৭১) ও মুরলি বিজয় (১৭) রয়েছেন ক্রিজে।
from Uttarbanga Sambad http://ift.tt/2hMU1wt
December 18, 2016 at 07:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন