মুম্বাই, ২৩ ডিসেম্বর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ইন্ডাস্ট্রিতে তইরি করেছেন একটি তারকা পরিবার। তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও কন্যা- সকলেই কোন না কোন ভাবে মিডিয়ায়তে সম্পর্কিত। তার বাবা মা মেধাবি হলেও থেকে গেছেন লাইম লাইটের আড়ালেই। আর তাই এবার বচ্চন সাহেবের মা তেজি বচ্চনের জীবন অবলম্বনে একটি চলচ্চিত্র তৈরি হতে যাচ্ছে। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দা সম্প্রতি তার বাবার কাছে এই ইচ্ছা ব্যক্ত করেন। ওদিকে মেয়ের এই ইচ্ছাকে সমর্থনও করেন বাবা অমিতাভ। কথাটি নিজের ব্লগে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। তিনি জানিয়েছেন, তার পরিবার চায় তার বাবা হরিবংশ রাই বচ্চনকে নিয়ে একটি ছবি বানানো হোক। কিন্তু শ্বেতা চান, হরিবংশ রাই বচ্চন তো বটেই, তার মা তেজি বচ্চনকে নিয়েও ছবি বানানো দরকার। খুব কম মানুষই তার সম্পর্কে জানেন। প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনকে বিয়ে করেছিলেন তেজি বচ্চন। সমাজসেবী ছিলেন তিনি। ২১ ডিসেম্বর ২০০৭ সালে ৯৩ বছর বয়সে মারা যান তিনি। ওদিকে বুধবার ছিল তেজি বচ্চনের মৃত্যুবার্ষিকী। সেদিন অমিতাভ বচ্চন কথাটি জানান তার ভক্তদের। মায়ের কথাও শেয়ার করেন তিনি। জানান, আমি সারাদিন আমার মায়ের সঙ্গে থাকি। তার স্মৃতি, তার সঙ্গে কাটানো মুহূর্তের কথা মনে করি। বাবার পাশেই মায়ের ছবি রেখেছেন তিনি। ছবির সামনে প্রার্থনা করেন আজও। এ বছর তার দুটি ছবি মুক্তি পায়। তিন ও পিঙ্ক। পিঙ্ক এ বছর বক্স অফিসে অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে অমিতাভ বচ্চন এখন সরকার ৩ ছবির শুটিং করছেন। সূত্র: বলিউড লাইফ আর/১৭:১৪/২৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ijM3OX
December 24, 2016 at 12:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top