মুম্বাই, ২৩ ডিসেম্বর- বলিউডে খানদের মধ্যে সালমানই সেরা। সম্প্রতি ফোর্বসের প্রকাশিত তালিকায় এমনটাই জানা গেলো। ফোর্বসের প্রকাশিত সেরা ১০০ ভারতীয়র তালিকায় আর্থিক দিক থেকে বর্ষসেরা সালমান। যদিও বড়পর্দায় আমির খানের কাছে হার স্বীকার করে নিয়েছেন সালমান। কিন্তু এ বছরের বিচারে মিস্টার পারফেকশনিস্টকে ১০ গোল দিলেন বলিউড সুপারস্টার সালমান। গত বছর কিং খানের কাছে পরাস্ত হয়ে দুই নম্বরে ছিলেন সালমান। এবার শাহরুখকে পিছনে ফেলে দিলেন তিনি। বলিবাদশা এবার এক নম্বর থেকে দুয়ে এসেছেন। বক্স অফিসে সুলতান টেক্কা দিয়েছে শাহরুখের দিলওয়ালেকে। আর আমির? প্রথম দশেও জায়গা হল না তাঁর। কারণ গত বছর ফ্যানদের কোনও ছবি উপহার দেননি আমির। সেই কারণেই ১৪ নম্বরে নেমে গিয়েছেন তিনি। তবে একজন সেলেব সবাইকে চমকে দিলেন। রণবীর সিং, আমির খান, রজনীকান্তের মতো তারকাদের টপকে গেলেন কমেডিয়ান কপিল শর্মা। খ্যাতির বিচারে গতবার ২৭ নম্বরে থাকা এই জনপ্রিয় কমেডিয়ান ২০ ধাপ এগিয়ে সাত নম্বরে চলে এলেন। আর/১৭:১৪/২৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hjqDBn
December 24, 2016 at 12:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top