শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ নোটের গেরোয় এবার উত্তরবঙ্গ উত্সব। অর্থিক সংকটে থাকা রাজ্য সরকার এবার উত্সবের বাজেট চার কোটি টাকা থেকে কমিয়ে নিয়ে এল এক কোটি টাকায়।
২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে শাসন ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গবাসীদের জন্য প্রতিবছরই উত্তরবঙ্গ উত্সবের আয়োজন করে আসছে। গত পাঁচ বছর ধরে উত্তরবঙ্গের সাত জেলায় ধুমধাম করে উত্সব হলেও এবার নোট সমস্যার প্রভাব পড়তে চলেছে এখানেও।
সূত্রের খবর, সোমবার নবান্ন থেকে চিঠি দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে জানানো হয়েছে, এক কোটি টাকার বেশি খরচ করা যাবে না এই উত্সবে। সে কারণে এবার অনুষ্ঠানের সংখ্যাও কমানো হয়েছে। দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরে ঠিক করবেন উত্সবের দিন। খুব সম্ভবত ২১ বা ২২ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা। উত্সবের মূল ফোকাসে থাকছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা। এছাড়াও প্রতিটি জেলায় অনুষ্ঠান করা হবে। তবে এবছর ক্লাবগুলিকে আর্থিক সাহায্য করা হচ্ছে না। সেইসঙ্গে মেলারও আয়োজন থাকছে না।’
উত্সবের উদ্বোধন হবে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এবং সমাপ্তি অনুষ্ঠান হবে জলপাইগুড়ি জেলায়। অতিরিক্ত অনুষ্ঠানটি হবে পাহাড়ে। এছাড়া এবার সাত জেলা থেকে সাতজনকে বঙ্গরত্ন দেওয়া হবে। প্রতিটি জেলা থেকে ১০ জন করে মোট ৭০ জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য করা হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2iyrQFe
December 27, 2016 at 01:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন